Advertisement
২৭ এপ্রিল ২০২৪

হুমকির অভিযোগ

কোতুলপুর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে সদ্য জয়ী তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরার বাড়িতে হামলা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, শনিবার রাতে বাঁকুড়ার জয়পুর থানার ডিহা গ্রামে তাঁর বাড়ির দরজায় ধাক্কা দিয়ে সিপিএমের কিছু কর্মী তাঁর নাম ধরে গালিগালাজ দেয়।

নিজস্ব সংবাদদাতা
জয়পুর ও বোরো শেষ আপডেট: ১৯ মে ২০১৪ ০০:৩০
Share: Save:

কোতুলপুর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে সদ্য জয়ী তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরার বাড়িতে হামলা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, শনিবার রাতে বাঁকুড়ার জয়পুর থানার ডিহা গ্রামে তাঁর বাড়ির দরজায় ধাক্কা দিয়ে সিপিএমের কিছু কর্মী তাঁর নাম ধরে গালিগালাজ দেয়। দেখে নেওয়া হবে বলে হুমকিও দেওয়া হয়।

রবিবার তিনি বলেন, “আমি কলকাতায় রয়েছি। ওদের হুমকিতে পরিবারের সকলে ভয় পেয়ে যান। ঘটনাটি জানতে পেরে টেলিফোনে জয়পুর থানায় এলাকার দুই সিপিএম কর্মীর নামে অভিযোগ জানাই।” সিপিএমের জয়পুর জোনাল সম্পাদক বিশ্বনাথ দে অভিযোগ অস্বীকার করে বলেন, “ওই দু’জন আমাদের পোলিং এজেন্ট ছিলেন। তাই ওঁদের পরিকল্পনা করে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা হচ্ছে।” পুলিশ জানিয়েছে, ওই দু’জনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে। গ্রামের কয়েকজন মহিলার সঙ্গে তর্কাতর্কির ঘটনা ঘটেছিল। হামলা বা হুমকির অভিযোগ ঠিক নয়।

এ দিকে পুরুলিয়ার বোরো থানা এলাকায় ব্লক তৃণমূল নেত্রী সন্ধ্যা মাহাতোকে বাড়িতে ঢুকে হুমকি দেওয়ার অভিযোগে পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, ধৃত নীরদ মাহাতো-র বাড়ি বোরো থানার খড়িদুয়ারা গ্রামে। মানবাজার ২ ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী সন্ধ্যাদেবীর স্বামী ধরণীধর মাহাতো-র দাবি, “শুক্রবার রাতে আমার স্ত্রী বাইরের ঘরে বসে টিভিতে নির্বাচনের ফল দেখছিলেন। সেই সময় হঠাত্‌ কয়েকজন ঘরে ঢুকে আমার স্ত্রীকে গালিগালাজ করে প্রাণে মারার হুমকি দেয়। তাদের একজনের হাতে ছুরি ছিল।” চেঁচামেচিতে পাড়ার লোক ছুটে এলে দুষ্কৃতীরা পালায়। অভিযোগ জানানোর পরে পুলিশ শনিবার ঘটনায় জড়িত অভিযোগে নীরদকে গ্রেফতার করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

tmc mla shymal santra kotulpur house destruction
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE