Advertisement
০২ মে ২০২৪

মাধ্যমিক টেস্টের প্রশ্ন স্কুলেই

টেস্টের প্রশ্নপত্র সংশ্লিষ্ট স্কুলকে তৈরি করতে হবে বলে নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

ফাইল চিত্র

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৮ ০৫:২৯
Share: Save:

বিভিন্ন শিক্ষক সংগঠনের তৈরি প্রশ্নপত্র কিনেই রাজ্যের বিভিন্ন স্কুল মাধ্যমিকের টেস্ট নিয়ে আসছে দীর্ঘদিন ধরে। এ বার টেস্টের প্রশ্ন তৈরি করতে হবে সংশ্লিষ্ট স্কুলকেই।

শিক্ষা শিবিরের খবর, মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম ছিল, স্কুলে তৈরি প্রশ্নেই টেস্ট হবে। তা সত্ত্বেও শিক্ষক সংগঠনের প্রশ্ন নেওয়া হত। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে তাদের সমর্থক শিক্ষক সমিতি এ ক্ষেত্রে অন্য শিক্ষক সংগঠনগুলিকে প্রায় হটিয়ে দিয়ে নিজেদের প্রশ্নপত্র নেওয়া বাধ্যতামূলক করেছে বলে অভিযোগ। এই অবস্থায় টেস্টের প্রশ্নপত্র সংশ্লিষ্ট স্কুলকে তৈরি করতে হবে বলে নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। প্যাকেটের উপরে স্কুলের নাম লিখে প্রতিটি বিষয়ের প্রশ্নপত্র পর্ষদে পাঠাতে বলা হয়েছে। তার থেকে বাছাই করে তৈরি হবে পর্ষদের নিজস্ব টেস্ট পেপার।

উচ্চ মাধ্যমিকের টেস্টেও বিভিন্ন শিক্ষক সংগঠনের প্রশ্নপত্র নেওয়া হয়। মধ্যশিক্ষা পর্ষদের মতো স্কুলে টেস্টের প্রশ্ন তৈরির কোনও নির্দেশ তাঁরা দিচ্ছেন না বলে জানান উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাস। তাঁর দাবি, তাঁদের অধীন স্কুলগুলিই টেস্টের প্রশ্নপত্র তৈরি করে। শিক্ষক সংগঠন করে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Madhyamik Test Question Paper
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE