জ্বালানি তেলের দাম কমানোর কথা জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থনীতিবিদদের অনেকের বক্তব্য, এতে রাজ্যেরও রাজস্বে কিছুটা প্রভাব পড়তে পারে। পাশাপাশি, রাজ্য সরকারের অভিযোগ, প্রতিবাদের মুখে মাথা ঝোঁকাতেই হল কেন্দ্রকে। কিন্তু যে পরিমাণ দাম কমানো হল, আগুন বাজারদরের সামনে তা কিছুই নয়।
যদিও এ দিনই কেন্দ্র স্পষ্ট করে দিয়েছে, তাদের এই পদক্ষেপে রাজ্যের রাজস্বে কোনও নেতিবাচক প্রভাব পড়বে না। জ্বালানির দাম কমিয়ে শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী টুইটে জানিয়েছেন, রাজ্য সরকারগুলিও এমন ছাড় দিয়ে মানুষকে স্বস্তি দিক। এ দিনই কেরল সরকার পেট্রল-ডিজ়েলের উপর তাদের কর কমানোর কথা ঘোষণা করেছে। কেরল সরকার জানিয়েছে, পেট্রলে ২.৪১ টাকা এবং ডিজ়েলে ১.৩৬ টাকা কর ছাড় দেওয়া হচ্ছে। রাজনৈতিক এবং প্রশাসনিক পর্যবেক্ষকদের অনেকের মতে এটা এই রাজ্য সরকারের উপর চাপ আরও কিছুটা বাড়াল।
তবে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের প্রতিক্রিয়া, “সমুদ্র থেকে এক বিন্দু কমিয়ে লাভ কী! কেন্দ্র এই দাম কমাতে বাধ্য হয়েছে কারণ, মুখ্যমন্ত্রী এর কড়া প্রতিবাদ করেছিলেন।”