Advertisement
০৬ মে ২০২৪

মাধ্যমিকে জেলার বাজিমাত, প্রথম কোচবিহারের শৌভিক

প্রকাশিত হল এ বছরের মাধ্যমিকের ফলাফল। এ বছরও মেধাতালিকায় জেলার জয়জয়কার। প্রথম দশে আছেন ৬৬ জন। তার মধ্যে মাত্র দু’জন কলকাতার। শীর্ষে কোচবিহারের সৌভিক বর্মন। প্রাপ্তনম্বর ৬৮৩। দ্বিতীয় স্থানে তিন ছাত্রী।

মাধ্যমিকে প্রথম শৌভিক বর্মন।—নিজস্ব চিত্র।

মাধ্যমিকে প্রথম শৌভিক বর্মন।—নিজস্ব চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ মে ২০১৬ ১০:৪০
Share: Save:

প্রকাশিত হল এ বছরের মাধ্যমিকের ফলাফল। এ বছরও মেধাতালিকায় জেলার জয়জয়কার। প্রথম দশে আছেন ৬৬ জন। তার মধ্যে মাত্র দু’জন কলকাতার। শীর্ষে কোচবিহারের শৌভিক বর্মন। প্রাপ্ত নম্বর ৬৮৩। শৌভিককে ফোন করে মুখ্যমন্ত্রীর হয়ে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ‘‘উত্তরবঙ্গের এখন জয়জয়কার।’’

দেখে নিন, মেধাতালিকা

প্রথম

শৌভিক বর্মণ, কোচবিহার মাথাভাঙা হাইস্কুল। (৬৮৩)

দ্বিতীয়

রুমিক দত্ত, দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠ। (৬৮২)

তিতাস দুবে, সিমলাপাল মঙ্গলময়ী বালিকা বিদ্যামন্দির, বাঁকুড়া। (৬৮২)

দেবদত্তা পাল, ঘুটিয়াবাজার বিনোদিনী গার্লস হাইস্কুল, হুগলি। (৬৮২)

তৃতীয়

অনীক ঘোষ, রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন। (৬৮১)

শুভ্রজিত্ মণ্ডল, চাকদহ রামলাল অ্যাকাডেমি, নদিয়া। (৬৮১)

চতুর্থ

রত্নদীপ ভট্টাচার্য, বালুরঘাট হাইস্কুল, দক্ষিণ দিনাজপুর। (৬৮০)

রাজদীপ গঙ্গোপাধ্যায়, বালুরঘাট হাইস্কুল, দক্ষিণ দিনাজপুর। (৬৮০)

তনুজা দাস, কামাক্ষাগুড়ি গার্লস হাইস্কুল, আলিপুরদুয়ার। (৬৮০)

কৌস্তভ রায়, কাটোয়া কাশীরাম দাস ইন্সটিটিউশন, বর্ধমান। (৬৮০)

অনিকেত মিশ্র, এগরা জ্ঞানদ্বীপ বিদ্যাপীঠ, পূর্ব মেদিনীপুর। (৬৮০)

পঞ্চম

শৌভিক মণ্ডল, ফুলিয়া শিক্ষা নিকেতন, নদিয়া। (৬৭৯)

আদর্শ হাজরা, কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদন, পূর্ব মেদিনীপুর। (৬৭৯)

সোহম চৌধুরী, শ্রী রামকৃষ্ণ শিশু তীর্থ হাইস্কুল, হুগলি। (৬৭৯)

সৌরজ্যোতি মাইতি, সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির, দক্ষিণ ২৪ পরগনা। (৬৭৯)

সায়রী ভট্টাচার্য, চুঁচুড়া বালিকা বিদ্যামন্দির, হুগলি। (৬৭৯)

মেঘার্ষিতা দাস, বার্লো গার্লস স্কুল, মালদহ। (৬৭৯)

মধুরিমা ঘোষ, বার্লো গার্লস স্কুল, মালদহ। (৬৭৯)

অন্বেষা মিশ্র, রায়গঞ্জ গার্লস হাইস্কুল, উত্তর দিনাজপুর। (৬৭৯)

বিশাল গঙ্গোপাধ্যায়, ওন্দা হাইস্কুল, বাঁকুড়া। (৬৭৯)

ষষ্ঠ

সৌমেন্দু বাগ, রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন, বীরভূম। (৬৭৮)

দেবাঞ্জন বসুরায়, চাকদহ রামলাল অ্যাকাডেমি, নদিয়া। ৬৭৮)

সপ্তম

সৌরদীপ নাথ, উত্তর পাড়া মডেল স্কুল, হুগলি। (৬৭৭)

অষ্টম

অনিতেশ রায়চৌধুরী, মাগরা উত্তম চন্দ্র হাই স্কুল, হুগলি। (৬৭৬)

অর্ঘ্য পাল, বাঁকুড়া জেলা স্কুল, বাঁকুড়া। (৬৭৬)

পরিচয় ভট্টাচার্য, হেতিয়া হাই স্কুল, বাঁকুড়া। (৬৭৬)

সৌমিত্র দাস, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদহ। (৬৭৬)

ফারহাদ কবীর, মানিক চক শিক্ষা নিকেতন, মালদহ। (৬৭৬)

মানসী প্রামাণিক, শ্যাম সুখী বালিকা শিক্ষা নিকেতন, মালদহ। (৬৭৬)

সৌম্যদীপ পড়্যা, বেলদা গঙ্গাধর আকাদেমি, পশ্চিম মেদিনীপুর। (৬৭৬)

নবম

দিশা হোড়, হাবরা কামিনী কুমার গার্লস হাই স্কুল, উত্তর ২৪ পরগণা। (৬৭৫)

সৃজিতা দাস, সারদা বিদ্যাপীঠ হাই স্কুল, কলকাতা। (৬৭৫)

দিশা দে, ঝাড়গ্রাম বিনোদ মঞ্জরী গভঃ গার্লস হাই স্কুল। (৬৭৫)

সাগ্নিক ঘোষ, কাপসিত হাই স্কুল, হুগলি। (৬৭৫)

সৌরভ মাজি, কেদারপুর হাই স্কুল, হুগলি। (৬৭৫)

সৌরদীপ দাস, জেনকিন্স স্কুল, কোচবিহার। (৬৭৫)

শ্রেয়াংশ চট্টোপাধ্যায়। নরেন্দ্রপুর রামকৃষ্ণমিশন। (৬৭৫)

সুবর্ণ মণ্ডল, চাঁচল সিদ্ধেশ্বরী স্কুল। (৬৭৫)

তৃষা পাল, ডেবচা নবকলা হাইস্কুল। (৬৭৫)

রাহুল মালি, সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির, দক্ষিণ ২৪ পরগনা। (৬৭৫)

দেবশ্রী পাল, ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ, পুর্ব মেদিনীপুর। (৬৭৫)

সায়নদীপ অধিকারী, জয়নগর নস্করপুর এফ এস হাই স্কুল। (৬৭৫)

শ্রেয়াংশ চট্টোপাধ্যায়, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। (৬৭৫)

দশম

জিষ্ণু বিশ্বাস, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল, নদিয়া। (৬৭৪)

সৌম্যজিত্ বিশ্বাস, চাকদহ রামলাল অ্যাকাডেমি, নদিয়া। (৬৭৪)

সঙ্কেত ভট্টাচার্য, উশুমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, উত্তর ২৪ পরগনা। (৬৭৪)

সোহম মজুমদার, পুরুলিয়া জেলা স্কুল। (৬৭৪)

ঋত্বিক মণ্ডল, আসানসোল রামকৃষ্ণ মিশন হাইস্কুল, বর্ধমান। (৬৭৪)

অনির্বাণ চট্টোপাধ্যায়, জিরাত কলোনি হাইস্কুল, হুগলি। (৬৭৪)

অর্ণব কুন্ডু, বাঁকুড়া জেলা স্কুল। (৬৭৪)

শুভম মিশ্র, সেন্ট অ্যান্ড্রুজ হাই স্কুল, বীরভূম। (৬৭৪)

শাহরুখ নাহাজ, গিরিপুর পুরনো গ্রাম বৈকুণ্ঠনাথ হাইস্কুল, মুর্শিদাবাদ। (৬৭৪)

মেহেদ উজ জামান, জেনকিন্স স্কুল, কোচবিহার। (৬৭৪)

মৃগাঙ্ক বসু, গোপালনগর এম এস এস হাই স্কুল। (৬৭৪)

তনুমিতা রায়, রায়গঞ্জ গার্লস হাই স্কুল, উত্তর দিনাজপুর। (৬৭৪)

তুহিন রায়, রায়গঞ্জ করোনেশন হাই স্কুল, উত্তর দিনাজপুর। (৬৭৪)

প্রত্যয় সেনগুপ্ত, রামকৃষ্ণ মিশন বিবেকান্দ বিদ্যা মন্দির, মালদহ। (৬৭৪)

পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর।(৯৩.১০%)

পাশের হারে দ্বিতীয় কলকাতা

কলকাতায় পাশের হার ৯০.৬২%

এ বছর পাশের হার ৮২.৭৪%

মোট সফল ৯ লক্ষ ২৮ হাজার ৪৬ জন

মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ হাজার ৯৭

আরও পড়ুন- আগামী বছর মাধ্যমিক শুরু ২২ ফেব্রুয়ারি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

madhyamik result 2016 merit list mamata banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE