জলাশয়ের পাড়ে গাছের উপর বসে থাকা বড়সড় পাখিটাকে দেখে মুহূর্তে হকচকিয়ে গিয়েছিলেন সবুজ ধাড়া। সময় নষ্ট না করে চটপট কয়েকটা ছবি তুলে ফেলেন তিনি এবং সঙ্গী চিরঞ্জিত গোলুই। আর তা পাঠিয়ে দেন তাঁদের পাখি দেখার আর এক সঙ্গী শোভন মাইতিকে। এর পর হুগলির খানাকুলের তিন প্রকৃতি-আলোকচিত্রীর চেষ্টা চলে পাখিটির পরিচয় খুঁজে বার করার। আর তাতেই উঠে এল এক চমকপ্রদ তথ্য! ১৭৯ বছর পরে পশ্চিমবঙ্গে সন্ধান মিলেছে স্পট-বিল্ড পেলিক্যানের!
সবুজ জানাচ্ছেন, গত সপ্তাহে খানাকুলের অদূরে রামনগর গ্রামের একটি জলাশয়ে পাখিটিতে ক্যামেরাবন্দি করেন তিনি। এর আগে কখনও ওই এলাকায় এমন পাখি দেখা যায়নি। তাঁর কথায়, ‘‘প্রাথমিক ভাবে বুঝেছিলাম, পাখিটি পেলিক্যানের কোনও প্রজাতি। পরে ছবি মিলিয়ে দেখে নিঃসংশয় হয়েছিলাম।’’