Advertisement
০২ মে ২০২৪

ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি, ধৃত যুবক

এটিএম কার্ড ‘ব্লক’ হয়ে গিয়েছে বলে ফোন করে দুই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছিল এক যুবক। বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগ মঙ্গলবার সকালে ঝাড়খণ্ড থেকে তাকে গ্রেফতার করল। নাম নকুল মাহাতো। বাড়ি ঝাড়খণ্ডে।

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৬ ০২:৩৬
Share: Save:

এটিএম কার্ড ‘ব্লক’ হয়ে গিয়েছে বলে ফোন করে দুই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছিল এক যুবক। বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগ মঙ্গলবার সকালে ঝাড়খণ্ড থেকে তাকে গ্রেফতার করল। নাম নকুল মাহাতো। বাড়ি ঝাড়খণ্ডে। ২০১৫ সালের সেপ্টেম্বরে এয়ারপোর্ট থানা এলাকার নারায়ণপুরের বাসিন্দা কৌশিক সেনগুপ্ত ও সল্টলেকের পূর্বাচলের বাসিন্দা তরুণ তপন রায় আলাদা আলাদা অভিযোগ করেছিলেন। কৌশিকবাবুর অভিযোগ, এক যুবক নিজেকে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ম্যানেজার বলে পরিচয় দিয়ে ফোন করে এবং তাঁর এটিএম কার্ড ব্লক হয়ে গিয়েছে বলে জানায়। কার্ড ‘খোলার’ জন্য যুবক ফোনে কার্ড নম্বর জানতে চেয়েছিল। কৌশিকবাবু তা দিয়েও দেন। তারপরই তিনি দেখেন তাঁর অ্যাকাউন্ট থেকে ৮৩ হাজার টাকা উধাও। একই অভিযোগ করেছিলেন সল্টলেকের পূর্বাচলের বাসিন্দা তরুণ তপন রায়। তাঁর অ্যাকাউন্ট থেকেও প্রায় দেড় লক্ষ টাকা তুলে নেওয়া হয়। দু’টি অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে। মঙ্গলবার ঝাড়খণ্ড থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bank account
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE