Advertisement
০৭ মে ২০২৪

তুমি কি কেবলই ছবি

ছবি তোলার পরে এডিট করে ছবিকে আরও সুন্দর করে তোলাটাও একটি গুরুত্বপূর্ণ কাজ। তার জন্য কিছু মোবাইল অ্যাপস্ আছে।

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৫ ০২:৫২
Share: Save:

ছবি তোলার পরে এডিট করে ছবিকে আরও সুন্দর করে তোলাটাও একটি গুরুত্বপূর্ণ কাজ। তার জন্য কিছু মোবাইল অ্যাপস্ আছে।

• স্ন্যাপসিড: যে কোনও প্ল্যাটফর্মে অন্যতম জনপ্রিয় ফোটো এডিটিং অ্যাপস্। গুগলের তৈরি এই অ্যাপসে একসঙ্গে অনেকগুলি এডিটিং টুলসের বিকল্প পাবেন।

• ভিএসসিও ক্যাম: হরেক রকম ফিল্টার দিয়ে যাঁরা ছবির পরীক্ষানিরীক্ষা করতে চান, তাঁদের প্রথম পছন্দ হতে পারে এই অ্যাপস্।

• পিক্স আর্ট: ছবি এডিটিং ছাড়াও ড্রয়িং করা যায়। আছে ক্যামেরা ও ফোটো কোলাজের অপশনও।

• অটোডেস্ক পিক্সলার: সহজ সরল ইন্টারফেস। ছ’শোর বেশি এফেক্ট, শক্তিশালী ‘ফোকাল ব্লার’। কোলাজ ছাড়াও পছন্দমতো ‘প্রিসেট’ সেটিংস তৈরির সুযোগ।

• লাইটরুম মোবাইল: অ্যাডবির লাইটরুম দিয়ে বহু ফোটোগ্রাফার ছবি এডিটিং করেন। এর মোবাইল ভার্সানও জনপ্রিয়। ডিএনজি ও ‘র’ ফাইলও এডিট করা যায়।

• অ্যাডবি ফোটোশপ এক্সপ্রেস: এই অ্যাপে সাবসক্রিপশন ছাড়াই অ্যাডবির লাইব্রেরির সব রকম এডিটিং ফিচার পাবেন।

• ইনস্টাগ্রাম: এটি একটি অনলাইন মোবাইল ফোটো ও ভিডিও শেয়ার করার সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস। মাত্র কয়েক টি ক্লিকেই এর ফিল্টার যে কোনও ছবিকে দিতে পারে ‘ওয়াও’ এফেক্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

tips photo editing
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE