Advertisement
০২ মে ২০২৪
Abhishek Banerjee

আড়াই হাজার বঞ্চিতের টাকা নিজেদের বেতন দিয়ে মেটাব! যন্তর মন্তরে প্রতিশ্রুতি অভিষেকের

মূল ঘটনা

১৭:২৯ সর্বশেষ
দড়ি ধরে মারো টান, জমিদার হবে খান খান, যন্তর মন্তরে স্লোগান তৃণমূলের
১৭:২৮
সুদসমেত টাকা ফেরত চাই: অভিষেক
১৭:১৮
দু’মাসের মধ্যে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার সভা হবে: অভিষেক
১৭:১৪
আড়াই হাজার জব কার্ড হোল্ডারদের টাকা নিজেদের বেতন দিয়ে মেটাব : অভিষেক
১৭:১০
দিল্লিতে বসে মোদী-শাহের জমিদারি বন্ধ করতে হবে: অভিষেক
১৭:০২
ভুক্তভোগী মানুষের জন্য মন্ত্রীর কাছে সময় নেই, শুভেন্দুর জন্য সময় আছে: অভিষেক
১৭:০০
৫০ লক্ষ মানুষের চিঠি নিয়ে দিল্লি এসেছি : অভিষেক
১৬:৫৮
রিমোট কন্ট্রোলের বোতাম টিপে আপনাদের অধিকার ছিনিয়েছে ওরা: অভিষেক
১৬:৫৩
আজ সভা শেষ হওয়ার পর মন্ত্রীর সঙ্গে দেখা করতে যাব: অভিষেক
১৬:৪৯
মঞ্চে বক্তৃতা দিতে উঠলেন অভিষেক
যন্তর মন্তরে তৃণমূলের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

যন্তর মন্তরে তৃণমূলের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি: এক্স (সাবেক টুইটার)।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ ১৯:৫৪
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ ১৭:২৯ key status

দড়ি ধরে মারো টান, জমিদার হবে খান খান, যন্তর মন্তরে স্লোগান তৃণমূলের

বিজেপি সরকার ‘হীরক রাজা’। যন্তর মন্তরের মঞ্চে অভিষেকের স্লোগান, ‘‘দড়ি ধরে মারো টান, জমিদার হবে খান খান।’’ 

timer শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ ১৭:২৮ key status

সুদসমেত টাকা ফেরত চাই: অভিষেক

অভিষেক বললেন, ‘‘আজ আন্দোলনের শেষ নয়। আজ থেকে আন্দোলনের শুরু। আর কেন্দ্রের কাছ থেকে আমরা সুদসমেত টাকা ফেরত নেব।’’ 

Advertisement
timer শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ ১৭:১৮ key status

দু’মাসের মধ্যে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার সভা হবে: অভিষেক

‘‘কেন্দ্র যদি বাংলার দাবি না মানে, তবে আবার দিল্লির বুকে সভা করবে তৃণমূল। তবে এর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক লক্ষ মানুষকে নিতে দিল্লিতে আসব’’, বললেন অভিষেক। 

timer শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ ১৭:১৪ key status

আড়াই হাজার জব কার্ড হোল্ডারদের টাকা নিজেদের বেতন দিয়ে মেটাব : অভিষেক

কেন্দ্র টাকা না দিলে আড়াই হাজার জব কার্ড হোল্ডারের প্রাপ্য টাকা দরকার হলে বাংলার জনপ্রতিনিধিরা নিজেদের বেতন দিয়ে মেটাবেন বলে প্রতিশ্রুতি দিলেন অভিষেক। জানালেন দু’মাসের মধ্যে এই ব্যবস্থা করবেন বাংলার ৭০ হাজার জনপ্রতিনিধি। নিজেদের এক মাসের বেতন এই জব কার্ড হোল্ডারদের দেবে তৃণমূল। 

timer শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ ১৭:১০ key status

দিল্লিতে বসে মোদী-শাহের জমিদারি বন্ধ করতে হবে: অভিষেক

timer শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ ১৭:০২ key status

ভুক্তভোগী মানুষের জন্য মন্ত্রীর কাছে সময় নেই, শুভেন্দুর জন্য সময় আছে: অভিষেক

অভিষেক বললেন, ‘‘কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতি মন্ত্রী  তৃণমূলের প্রতিনিধি দলকে মঙ্গলবার দুপুর ১২টায় সময় দিয়েছিলেন। কিন্তু পরে সেই সময় বদলে দেওয়া হয়। চিঠি দিয়ে জানানো হয় মন্ত্রী থাকবেন না। তাঁর বিমান ৫টায় নামবে। তাই সন্ধ্যা ৬টায় দেখা করবেন তিনি তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে। অথচ খবর পাচ্ছি, উনি বিকেল ৪টেয় সময় দিয়েছেন শুভেন্দুকে। তা হলে বুঝুন, ভুক্তভোগী মানুষের জন্য মন্ত্রীর কাছে সময় নেই, শুভেন্দুর জন্য সময় আছে। ’’ 

Advertisement
timer শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ ১৭:০০ key status

৫০ লক্ষ মানুষের চিঠি নিয়ে দিল্লি এসেছি : অভিষেক

timer শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ ১৬:৫৮ key status

রিমোট কন্ট্রোলের বোতাম টিপে আপনাদের অধিকার ছিনিয়েছে ওরা: অভিষেক

‘‘মানুষ ওদের ক্ষমতায় এনেছে। যা খুশি তাই করছে। রিমোট কন্ট্রোলের বোতাম টিপে আপনাদের অধিকার ছিনিয়েছে ওরা। কিন্তু মনে রাখবেন, ওদের হাতে বোতাম থাকলে আপনাদের হাতেও ইভিএমের বোতাম আছে। আপনারাও এর জবাব দেবেন সেই বোতাম টিপে।’’ বললেন অভিষেক। 

timer শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ ১৬:৫৩ key status

আজ সভা শেষ হওয়ার পর মন্ত্রীর সঙ্গে দেখা করতে যাব: অভিষেক

timer শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ ১৬:৪৯ key status

মঞ্চে বক্তৃতা দিতে উঠলেন অভিষেক

‘‘ওরা আমাদের সভা আটকাতে সমস্ত নিরাপত্তা বাহিনীকে নামিয়ে দিয়েছে দিল্লিতে। এ দিকে মণিপুর জ্বলছে।’’ বললেন অভিষেক।

timer শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ ১৬:৪৭ key status

মমতাকে বলেছি, অভিষেক এখন এক জন পরিণত রাজনৈতিক নেতা: সুদীপ

লোকসভায় তৃণমূল দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মোকাবিলা করতে গিরিরাজ সিং বিহার থেকে, অনুরাগ ঠাকুর ওড়িশা থেকে, সুকান্ত মজুমদার দিল্লি থেকে সাংবাদিক সম্মেলন করছেন। এখনও তো মমতা বন্দ্যোপাধ্যায় বাকি! গত কাল রাতে আমার সঙ্গে দিদির কথা হয়েছে। আমি তাঁকে বলেছি, অভিষেক এখন পরিণত রাজনৈতিক নেতা।’’

timer শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ ১৬:৪৩ key status

কেন্দ্রীয় মন্ত্রীরা যেন মনে রাখেন ওঁদেরও বাংলায় আসতে হবে: সৌগত

timer শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ ১৬:৪০ key status

দিল্লিতে যে ভূমিকম্প হয়েছে, তা আসলে মোদী-শাহের হৃৎকম্পন, বললেন অরূপ

রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘‘দেখলাম, অনেকে বলছেন দিল্লিতে ভূমিকম্প হয়েছে। ওটা আসলে ভূমিকম্প নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য মোদী-শাহের মনের কম্পন। ওঁরা ভেবেছিল, ট্রেন বাতিল করে, বিমান বাতিল করে তৃণমূলকে আটকাবে। কিন্তু অভিষেক বাঘের বাচ্চা, কর্মসূচি করে দেখিয়ে দিয়েছে।’’

timer শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ ১৬:৩৪ key status

ফিরহাদ বললেন, ‘অভিষেক লড়াই করো, আমরা সঙ্গে আছি’

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বললেন, ‘‘অভিষেক লড়াই করো, আমরা সঙ্গে আছি।’’

timer শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ ১৬:৩১ key status

মঞ্চে বলছেন ফিরহাদ হাকিম

ফিরহাদ বললেন, “১২ বছর আগের ইতিহাস মনে পড়ছে আমার। ১২ বছর আগেও বাংলার পুলিশ আমাদের দেখলে লাঠি নিয়ে তেড়ে আসত। আর এখন অমিত শাহের পুলিশ লাঠি নিয়ে তাড়া করছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন নতুন সরকার ক্ষমতায় এসেছিল, তখন ওই পুলিশই আমাদের স্যালুট ঠুকেছিল। আমার বিশ্বাস, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব দিল্লিতে বদল আনবে। তার পর এই দিল্লি পুলিশকেই আমাদের স্যালুট করতে হবে। সে দিন আর বেশি আর দূরে নেই। আজ না হলে কাল হবেই। ’’

timer শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ ১৬:২৮ key status

মঞ্চে বলছেন বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

ব্রাত্য বললেন, ‘‘বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথম জনপ্রতিনিধি হয়েছিলেন, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনপ্রতিনিধি হওয়ার কথা ভেবেছিলেন বলে আমার মনে হয় না।’’ একই সঙ্গে জানালেন, ‘‘বাংলার আগের সরকার দিল্লিতে এসে এমন ভাবে প্রতিবাদ জানাতে পারেনি।’’

timer শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ ১৬:১৩ key status

মঞ্চে বক্তৃতা দিলেন, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা

মঞ্চে বক্তৃতা দিলেন, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা। কল্যাণ বললেন, ‘‘বিজেপি হাই কোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ আবেদন করে ৩২ হাজার জনের চাকরি খেয়েছিল। আমরা তাদের চাকরি ফিরিয়ে দেখিয়ে দিয়েছি।’’ কল্যাণ যন্তর মন্তরের মঞ্চ থেকে বলেন, “যেখানে যেখানে বিজেপি নেতারা যাবেন, বাংলার মানুষ, আপনারা তাদের আটকে রাখুন বাংলাকে বঞ্চনা করার জন্য।’’

timer শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ ১৫:৪৪ key status

যত আন্দোলনকারী, তত পুলিশ, বললেন মন্ত্রী শোভনদেব

মঞ্চে বলছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। মন্ত্রী বললেন, ‘‘ভারতের যে নেতা এখন বিশ্বনেতা হওয়ার নেতা স্বপ্ন দেখছেন, সেই মানুষটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার জন্য পুলিশে পুলিশে ছয়লাপ করে দিয়েছেন দিল্লির যন্তর মন্তর এলাকা। এখানে বাংলা থেকে যত জন মানুষ এসেছেন, তত পুলিশ এসেছে। এটা দেখে আমার গর্ব হচ্ছে।’’ 

timer শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ ১৫:৩৮ key status

যন্তর মন্তরের মঞ্চে মন্ত্রী ইন্দ্রনীল সেনের গান

যন্তর মন্তরের মঞ্চে গান গাইছেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। 

timer শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ ১৫:৩১ key status

মঞ্চে বললেন বাংলার মন্ত্রীরা

 দিল্লির যন্তর মন্তরের মঞ্চে বললেন রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদা, স্নেহাশিস চক্রবর্তী, পার্থ ভৌমিক। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement
Advertisement

Share this article

CLOSE