Advertisement
২৬ এপ্রিল ২০২৪
WBBSE

নবমেও সকলে পাশ, কী হবে পঞ্চমের

প্রশ্ন উঠছে পর্ষদের এ দিনের বিজ্ঞপ্তির অন্য একটি বিষয় নিয়েও।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২০ ০৫:০২
Share: Save:

ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সব পড়ুয়াকে পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হলেও নবম শ্রেণির ছাত্রছাত্রীদের কী হবে, তা নিয়ে পড়ুয়া-অভিভাবকেরা প্রবল দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। মধ্যশিক্ষা পর্ষদ সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে, নবম শ্রেণিরও সব ছাত্রছাত্রী দশমে উঠে যাচ্ছে।

কিন্তু নতুন জট পাকিয়েছে পঞ্চম শ্রেণির পড়ুয়াদের নিয়ে। শিক্ষক সংগঠনগুলির একাংশের বক্তব্য, কাগজে-কলমে পঞ্চম শ্রেণিকে প্রাথমিক শিক্ষার আওতায় আনা হলেও এখনও পর্যন্ত অধিকাংশ হাইস্কুলেই ওই শ্রেণির পঠনপাঠন চলছে। করোনার জন্য ষষ্ঠ থেকে নবমের সব ছাত্রছাত্রীকে পাশ করিয়ে দেওয়ার কথা জানানো হলেও মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিতে পঞ্চম শ্রেণির পড়ুয়াদের উল্লেখ নেই। কেন? সোমবার রাত পর্যন্ত জবাব মেলেনি।

প্রশ্ন উঠছে পর্ষদের এ দিনের বিজ্ঞপ্তির অন্য একটি বিষয় নিয়েও। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্কুলে ফের পঠনপাঠন শুরু হলে আগের শ্রেণির পুরো পাঠ্যক্রম আগে ঝালাই করে নিতে হবে। শিক্ষক-শিক্ষিকারা তার পরে নতুন শ্রেণির পড়া শুরু করতে পারবেন। শিক্ষক শিবিরের একাংশের প্রশ্ন, স্কুল কবে চালু হবে, এখনও তার কোনও আভাস নেই। অথচ তার আগেই জানানো হল, ক্লাস শুরু হলে আগের শ্রেণির সম্পূর্ণ পাঠ্যক্রম ঝালিয়ে নিয়ে তবেই নতুন শ্রেণির পাঠ শুরু করা যাবে। কিন্তু স্কুল খোলার পরে পুরনো শ্রেণির পড়া ঝালিয়ে নতুন শ্রেণির পড়া শুরু করার মতো সময় পাওয়া যাবে কি?

আরও পড়ুন: বন্‌ধে হাজিরা: নেই সরকারি নির্দেশিকা

দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের এ বার টেস্ট হবে না বলে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আগেই জানান। এ দিন পর্ষদের বিজ্ঞপ্তিতে ফের সেটা স্পষ্ট করে দেওয়া হয়েছে। তবে একই বিজ্ঞপ্তিতে পর্ষদের উপসচিব (শিক্ষা) পার্থ কর্মকার জানান, স্কুলগুলিকে অনুরোধ করা হচ্ছে, প্রয়োজন মনে করলে তারা দশম শ্রেণির পড়ুয়াদের ‘মক-টেস্ট’ নিতে পারে। রাজ্য সরকার স্কুল খোলার কথা ঘোষণা করলে তবেই পড়ুয়ারা স্কুলে গিয়ে মক-টেস্ট দিতে পারবে। অথবা অনলাইনেও মক-টেস্ট নেওয়া যেতে পারে। শিক্ষক-শিক্ষিকাদের একাংশের বক্তব্য, স্কুলে পঠনপাঠন কবে ফের শুরু হবে, তার কোনও নির্দেশিকা নেই। এই অবস্থায় আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে করোনা বিধি মেনে স্কুলে যেতে পারে, সেই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করলে ভাল হয়।

আরও পড়ুন: কোভিড-পরবর্তী চিকিৎসায় ক্লিনিক মেডিক্যালেও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

WBBSE Coronavirus in West Bengal Education
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE