Advertisement
০৪ মে ২০২৪

ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম ডিপিএস-এর যশবর্ধন

রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসির ফল প্রকাশিত হল। রবিবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে ফলপ্রকাশ করে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে জানানো হয়, ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় প্রথম হয়েছেন ডিপিএস-এর যশবর্ধন দিদওয়ানিয়া।

শেষ আপডেট: ০৫ জুন ২০১৬ ১৫:৩৪
Share: Save:

রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসির ফল প্রকাশিত হল। রবিবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে ফলপ্রকাশ করে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে জানানো হয়, ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় প্রথম হয়েছেন ডিপিএস-এর যশবর্ধন দিদওয়ানিয়া। পরীক্ষার ১৯ দিনের মাথায় দু’টি পরীক্ষার ফল প্রকাশিত হল। চলতি বছরের ১৭ মে-তে ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসির জয়েন্ট পরীক্ষা হয়।

বোর্ড সূত্রে খবর, এ বছর ইঞ্জিনিয়ারিং পরীক্ষার জন্য আবেদনপত্র জমা পড়েছিল ১,২৭, ১৯৬টি। তার মধ্যে পরীক্ষা দিয়েছিলেন ১, ১,৯৫৪ জন (৮০ শতাংশ )। ছাত্রীদের মধ্যে ২১.১৬ শতাংশ এবং ভিন্‌ রাজ্য থেকে ৩৯.৬৩ শতাংশ পরীক্ষাত্রী ছিলেন। পাশাপাশি, ফার্মাসিতে ১,৫৮,৮০০ জনের মধ্যে পরীক্ষায় বসেছিলেন ১,৬,৮৮৮ জন (৬৭.৩ শতাংশ)। ২২.২১ শতাংশ ছাত্রী এবং বাইরের রাজ্য থেকে ৩৬.০৫ শতাংশ ফার্মাসির পক্ষীক্ষা দিয়েছিলেন।

পরীক্ষার্থীরা বিকেল ৪টে থেকে ফল জানতে পারবেন এই সব ওয়েবসাইটে: www.wbjeeb.nic.in, www.exametc.com, www.examresults.net, www.indiaresults.com, www.westbengaleducation.net, www.results.westbengaleducation.net পাশাপাশি www.exametc.com এ রোল নম্বর ও ফোন নম্বর রেজিস্ট্রেশন করলে ফলপ্রকাশের পরেই বিনামূল্যে মোবাইলে এসএমএস করে ফল জানানো হবে।

WBJEE লিখে স্পেস দিয়ে নিজের রোল নম্বর লিখে ৫৪২৪২, ৫৬২৬৩ এবং ৫৬৭৬৭৫০-এ পাঠালেও ফল মিলবে।

ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় প্রথম দশের তালিকা—

• যশবর্ধন দিদওয়ানিয়া – ডিপিএল মেগাসিটি, কালিকাপুর।

• অভিষেক দত্ত – কল্যাণী মর্ডান স্কুল।

• অর্পণ কোঙার – বিধানচন্দ্র ইনস্টিটিউশন, দুর্গাপুর।

• সৌনক নাথ – হেমসিলা মডেল স্কুল, দুর্গাপুর।

• সমম্বয় সাঁধু - হেমসিলা মডেল স্কুল, দুর্গাপুর।

• তমোঘ্ন ঘোষ – সাউথ পয়েন্ট হাইস্কুল।

• সুজয় ঘোষ – ডিএভি আবাসিক স্কুল।

• অর্কদেব সেনগুপ্ত – ডন বস্কো।

• আকাশ মণ্ডল – ক্যালকাটা বয়েজ।

• ঐশিক পাঁজা – সাউথ পয়েন্ট হাইস্কুল।

আরও পড়ুন

স্যারের আমবাগানের ছায়ায় বাড়ছে পড়ুয়ারা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

WBJEE result
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE