Advertisement
২১ মে ২০২৪

মুকুল: সিদ্ধান্ত নেবে রাজ্য দলই

শুক্রবার পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, ‘‘মুকুলজি বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এ বিষয়ে রাজ্য নেতৃত্বকেই সিদ্ধান্ত নিতে হবে। তাঁরা চাইলে আমরা মতামত জানাব।’’

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৭ ০৩:১৬
Share: Save:

মুকুল রায়কে বিজেপিতে নেওয়া হবে কি না, সেই সিদ্ধান্তের দায়িত্ব রাজ্যের উপরেই ছেড়ে দিলেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। শুক্রবার পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, ‘‘মুকুলজি বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এ বিষয়ে রাজ্য নেতৃত্বকেই সিদ্ধান্ত নিতে হবে। তাঁরা চাইলে আমরা মতামত জানাব।’’

আরএসএসের বৈঠকে যোগ দিতে বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতাদের কয়েক জন এখন শিলিগুড়িতে। সূত্রের খবর, সেই বৈঠকেও মুকুল-প্রসঙ্গ উঠতে পারে। বিজেপির রাজ্য নেতাদের একাংশের আপত্তি থাকলেও কেন্দ্রীয় নেতৃত্ব চাইছেন, মুকুল দলে যোগ দিয়ে সংগঠন দেখভাল করুন। তবে এ নিয়ে বির্তক-বিভ্রান্তি এড়াতে রাজ্য নেতৃত্বের মত নেওয়ার কথা বলেছেন কৈলাস। দলের একটি সূত্রের দাবি, আসলে রাজ্য নেতৃত্বের মাধ্যমেই যোগদান পর্বটি সারতে চাইছেন কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এ দিন বলেন, ‘‘মুকুলবাবু দলে আসতে চাইলে নিশ্চয়ই আগে আমাদের জানাবেন। তার পরেই সিদ্ধান্ত হবে। কেন্দ্রের নির্দেশও চাওয়া হবে।’’

মুকুল-শিবিরের দাবি, চলতি সপ্তাহেই তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন। দিল্লিতেই যোগদান একাধিক কেন্দ্রীয় মন্ত্রীও উপস্থিত থাকবেন। যদিও মুকুলকে দলে নেওয়ার পক্ষপাতী রাজ্য বিজেপির নেতাদের তাঁদের প্রস্তাব, যোগদান অনুষ্ঠান হোক কলকাতাতেই। রাজ্য বিজেপির এক নেতার কথায়, ‘‘এক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে মুকুলবাবুর সম্পর্ক ভাল। তাই তিনি দিল্লিতে রয়েছেন। তবে দিল্লি থেকে তো দল চালানো যাবে না। কলকাতায় আসতেই হবে।’’

গুজরাতের বিধানসভা ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরে দিল্লির নেতারা সকলেই প্রার্থী তালিকা নিয়ে ব্যস্ত। প্রার্থী ঘোষণার পরে বিজেপির কেন্দ্রীয় নেতারা ব্যস্ত হয়ে পড়বেন প্রচার নিয়ে। ফলে সব মিলিয়ে বিজেপিতে মুকুল সংশয় আরও কত দিন চলবে, সে নিয়ে প্রশ্ন আপাতত ঝুলেই রইল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE