Advertisement
০২ মে ২০২৪

জয়েন্টে সফল হতে সংসদের সহায়িকা

নানা ধরনের সর্বভারতীয় পরীক্ষায় বারে বারেই পিছিয়ে পড়ছেন বাংলার পড়ুয়ারা। এই অবস্থায় তাঁদের পাশে দাঁড়াতে চাইছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৭ ০৩:১৯
Share: Save:

নানা ধরনের সর্বভারতীয় পরীক্ষায় বারে বারেই পিছিয়ে পড়ছেন বাংলার পড়ুয়ারা। এই অবস্থায় তাঁদের পাশে দাঁড়াতে চাইছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বিশেষত উচ্চ মাধ্যমিকের বিজ্ঞানের ছাত্রছাত্রীরা যাতে জয়েন্ট এন্ট্রান্স-সহ প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষায় ভাল ফল করতে পারেন, সেই জন্য সহায়িকা বই প্রকাশ করেছে তারা।

ডাক্তারি পড়ার জন্য এত দিন রাজ্য স্তরে জয়েন্ট এন্ট্রান্স চালু ছিল। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষা এ বার হবে অভিন্ন ভাবে, সর্বভারতীয় ভিত্তিতে। সারা দেশের সেই অভিন্ন প্রবেশিকায় এ রাজ্যের পড়ুয়াদের ভাল ফল করার পথ দেখাতে চাইছে সংসদ। এ ছাড়া অন্যান্য প্রবেশিকা এবং সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলার ছেলেমেয়েরা যাতে হোঁচট না-খান, তারই ব্যবস্থা হচ্ছে সহায়িকা বই প্রকাশের মাধ্যমে। পদার্থবিদ্যা, রসায়ন, গণিত আর জীববিজ্ঞান— আপাতত এই চারটি বিষয়ে সহায়িকা বই প্রকাশ করা হয়েছে। সংসদের সভানেত্রী মহুয়া দাস বুধবার বলেন, ‘‘উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে সঙ্গে বিভিন্ন সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা দেন পড়ুয়ারা। তাঁদের সাহায্যের জন্য সহায়িকা বইগুলো তৈরি করা হয়েছে এনসিইআরটি-র নির্দেশিকা মেনেই।’’ সর্বভারতীয় পরীক্ষায় কী ভাবে ভাল ফল করা যায়, প্রণেতারা তার কৌশলও ওই বইয়ে বুঝিয়ে দিয়েছেন বলে জানান সংসদ-প্রধান।

উচ্চ মাধ্যমিক সংসদের হিসেব অনুযায়ী এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছেন প্রায় আট লক্ষ পরীক্ষার্থী। মহুয়াদেবী এ দিন জানান, ওই ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান শাখার পড়ুয়া আছেন অন্তত এক লক্ষ। মূলত তাঁদের কথা ভেবেই এই চারটি সহায়িকা বই প্রকাশ করা হয়েছে। বইগুলি ইংরেজিতে লেখা, তবে কিছু কিছু বাংলা প্রতিশব্দও রাখা হয়েছে। ‘‘বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষায় বসার জন্য প্রস্তুতি চালানোর খরচ অনেক। গ্রামাঞ্চলের ছাত্রছাত্রীরা অত টাকা খরচ করে ওই সব পরীক্ষায় বসার তালিম নিতে পারেন না। এই সব সহায়িকা বই তাঁদের সাহায্য করবে।’’

আপাতত দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরাই ওই সব সহায়িকা বই সংগ্রহ করতে পারবেন। নিজেদের উদ্যোগে এই বই সংগ্রহ করতে পারবে বিভিন্ন স্কুল। এ ছাড়াও পড়ুয়ারা প্রধান শিক্ষক বা শিক্ষিকার চিঠি অথবা স্কুল থেকে দেওয়া পরিচয়পত্র দেখালে সহায়িকা বই পাবেন। সংসদের সল্টলেকের অফিস এবং আঞ্চলিক অফিস থেকে এই সব বই দেওয়া হবে। সহায়িকা বইগুলির প্রতিটির দাম ৫০ টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE