
ফাইল চিত্র।
ফাইল চিত্র।
সৌরভ দাস জানান, এখনও কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে জানানো হবে।
সৌরভ দাস জানান, মঙ্গলবারের মধ্যে রাজ্যপাল হাওড়া বিলে সই করলে আগামী ২২ জানুয়ারিই ভোট হতে পারে। হাওড়া নিয়ে রাজ্য কিছু জানায়নি বলেই ভোটের ঘোষণা করা হল না।
সাধারণ ভাবে, সাংবাদিক বৈঠক ডেকে ভোট ঘোষণার দিনই ভোটের বিজ্ঞপ্তি জারি হয়ে থাকে। এ ক্ষেত্রে আগামী ২২ জানুয়ারির ভোটের ঘোষণা সোমবার করা হলেও মঙ্গলবার জারি হবে বিজ্ঞপ্তি। মনে করা হচ্ছে, হাওড়ায় ভোট নিয়ে অনিশ্চয়তার বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিন জানুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন
রাজ্য নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক শুরু হল।
সূত্রের খবর, আগামী ২২ জানুয়ারি হাওড়ায় পুরভোট হচ্ছে না। ভোট হবে শিলিগুড়ি, চন্দননগর, বিধাননগর ও আসানসোল পুরনিগমে।