Advertisement
২২ মে ২০২৪

৩ জেলার সঙ্গে কথা নির্বাচন কমিশনারের

কমিশন সূত্রের খবর, পর্যাপ্ত ভোটকর্মী পাওয়া যাবে কি না, সেই বিষয়েই এ দিনের বৈঠকে তিন জেলাশাসকের সঙ্গে আলোচনা করেছেন কমিশন-প্রধান। ওই তিন জেলার কয়েকটি এলাকা এক সময়ে অশান্ত হয়ে উঠেছিল।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৮ ০৩:৪৪
Share: Save:

পঞ্চায়েতের ভোট সারা রাজ্যের ব্যাপার। কিন্তু শুক্রবার সন্ধ্যায় কলকাতা সংলগ্ন মাত্র তিনটি জেলার সঙ্গে আলাদা বৈঠক করলেন রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিংহ। ওই তিন জেলা হল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা আর হাওড়া। অন্যান্য জেলা বাদ দিয়ে শুধু ওই তিন জেলাকে নিয়ে পৃথক বৈঠক কেন, তার সুস্পষ্ট ব্যাখ্যা মেলেনি।

তবে কমিশন সূত্রের খবর, পর্যাপ্ত ভোটকর্মী পাওয়া যাবে কি না, সেই বিষয়েই এ দিনের বৈঠকে তিন জেলাশাসকের সঙ্গে আলোচনা করেছেন কমিশন-প্রধান। ওই তিন জেলার কয়েকটি এলাকা এক সময়ে অশান্ত হয়ে উঠেছিল। আসন্ন ভোটপর্বে সেই সব এলাকায় যাতে কোনও গোলমাল না-বাধে, তা সুনিশ্চিত করতে তিন জেলাশাসককে নির্দেশ দিয়েছেন কমিশনার।

আজ, শনিবার দুপুরে সাংবাদিক বৈঠক ডেকেছে কমিশন। সেখানে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট শিবির। ১৬ মে রমজান মাস শুরু হবে। ভোট প্রক্রিয়া তার আগেই শেষ হতে পারে। নির্ঘণ্ট ঘোষণার তোড়জোড়ের মধ্যে বিরোধীদের দাবি, প্রচারের জন্য পর্যাপ্ত সময় দিতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

State Election Commission Panchayat Election
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE