Advertisement
১১ মে ২০২৪

খোলা ফেসবুকে ঢুকে অশ্লীলতা, ধৃত যুবক

পুরনো মোবাইল ফোন দোকানে বিক্রি করেছিলেন হিন্দমোটরের এক মহিলা। কিন্তু মোবাইলে নিজের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করতে ভুলে গিয়েছিলেন তিনি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৬ ০৩:২২
Share: Save:

পুরনো মোবাইল ফোন দোকানে বিক্রি করেছিলেন হিন্দমোটরের এক মহিলা। কিন্তু মোবাইলে নিজের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করতে ভুলে গিয়েছিলেন তিনি। গোয়েন্দারা বলছেন, এই ভুলের জেরেই বিপাকে পড়েছিলেন ওই মহিলা। বর্ধমানের এক যুবক ওই পুরনো ফোন কিনেছিলেন। তা চালু করতেই মহিলার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে পড়েছিলেন তিনি এবং সেখান থেকে একাধিক অশ্লীল ছবি পোস্ট করছিলেন। যা নিয়ে অভিযোগ উঠেছিল ওই নিরীহ মহিলার দিকেই।

সিআইডি জানিয়েছে, ওই সব অশ্লীল পোস্ট নিয়ে এক মহিলা পুলিশে অভিযোগ জানান। সেই তদন্তে নেমে মহিলা ও তাঁর ভুলের কথা জানতে পারেন তদন্তকারীরা। শেষমেশ শনিবার সকালে বর্ধমানের ইন্দাস থেকে অনুপম মোহন্ত নামে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। এ দিন আদালতে হাজির করানো হলে বিচারক ধৃতকে পুলিশি হাজতে পাঠান। গোয়েন্দাদের দাবি, জেরায় অপরাধ কবুল করেছেন ওই যুবক।

সিআইডি সূত্রের খবর, গত জুলাই মাসে উত্তরপাড়ার এক মহিলা অভিযোগ জানান, একটি নির্দিষ্ট ফেসবুক প্রোফাইল থেকে তাঁকে অশ্লীল মেসেজ পাঠানো হচ্ছে। তদন্তে নেমে সেই প্রোফাইলের মালকিনের সঙ্গে যোগাযোগ করেন সিআইডির সাইবার অপরাধ শাখার অফিসারেরা। তাঁরা জানতে পারেন, নতুন মোবাইল কেনার পরে তিনি গত বছরের শেষ দিকেই পুরনো মোবাইল ফোন আসানসোলের একটি দোকানে বিক্রি করেছিলেন। তার মাস কয়েক পরে তাঁর প্রোফাইলটি হ্যাক হয়েছিল। এ নিয়ে থানায় অভিযোগও জানিয়েছিলেন তিনি। গোয়েন্দারাও দেখেন, ছবিগুলি পোস্ট করা হয়েছে মহিলার পুরনো ফোন থেকেই এবং তার আগেই মহিলা ফোনটি বিক্রি করে দিয়েছিলেন। এ বার মহিলার ওই পুরনো ফোনের ‘আইইএমআই’ নম্বর ধরে পুলিশ খোঁজ শুরু করে। সেই সূত্রেই অনুপমের খোঁজ মেলে।

সাইবার অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, অনেকেই মোবাইল ফোনে ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করেন। তা থেকে সব সময় লগ আউট করেন না। তাই ফোন খারাপ হয়ে গেলে বিক্রি করার সময় সেটি লগ আউট করার সুযোগ থাকে না। অনেক সময় ভাল ফোন বিক্রি করার সময়েও লোকজন ওই ফোন থেকে নিজেদের সোশ্যাল নেটওয়ার্ক অ্যাকাউন্ট মুছে ফেলতে ভুলে যান। এমন হলে ওই ফোনে সেই সব অ্যাকাউন্ট চালু থাকবে। ফলে পুরনো ফোন কিনে দুষ্কৃতীরা সেই অ্যাকাউন্ট ব্যবহার করে কুকর্ম করতে পারে। সেই সব অপরাধ অশ্লীল ছবি পাঠানো বা লোকজনকে কুপ্রস্তাব দেওয়ার থেকেও গুরুতর হতে পারে। এমন ঘটনা ঘটলে গোড়ায় ওই ফোনের পুরনো মালিক হেনস্থার শিকার হতেই পারেন। পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়াও অসম্ভব নয়। তাই সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ:

কম্পিউটার হোক বা মোবাইল ফোন, সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করার পরে লগ আউট করা উচিত।

পুরনো ফোন বিক্রি করার আগে নিজের যাবতীয় তথ্য, ছবি মুছে দিন।

চালু করে দিন ‘ফ্যাক্টরি সেটিংস’ অপশন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Facebook Arrest Account
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE