Advertisement
০৪ মে ২০২৪

তিন ছকে আয় বাড়ানোর পথ পেয়েছে এসবিএসটিসি

পরিকল্পনা আর পরিকাঠামো বদলে আয়বৃদ্ধির দিশা পেয়েছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এসবিএসটিসি)। গত বছর যেখানে এসবিএসটিসি-তে কিলোমিটার-পিছু বাসের আয় (ইপিকেএম) ছিল ১৭ টাকা, এখন তা বেড়ে হয়েছে ২১.৮০ টাকা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ মার্চ ২০১৪ ০৩:০৮
Share: Save:

পরিকল্পনা আর পরিকাঠামো বদলে আয়বৃদ্ধির দিশা পেয়েছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এসবিএসটিসি)।

গত বছর যেখানে এসবিএসটিসি-তে কিলোমিটার-পিছু বাসের আয় (ইপিকেএম) ছিল ১৭ টাকা, এখন তা বেড়ে হয়েছে ২১.৮০ টাকা। এক বছর বাদে লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে ২৫ টাকা। প্রতি মাসে নিগমের আয় পাঁচ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৬.৭৫ কোটি টাকা। এক বছর বাদে পরিমাণটা ৭.৫০ কোটি করার লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে।

পরিবহণ দফতর সূত্রের খবর, মূলত তিনটি পথে এই সাফল্য এসেছে। ১) টেন্ডার ডেকে পিপিপি (প্রাইভেট-পাবলিক পার্টনারশিপ) মডেলে কিছু বাস চালানোর দায়িত্ব দেওয়া, ২) বসে থাকা বাস সারাই ও মানোন্নয়ন করে ‘ডিলাক্স’ হিসেবে চালানো, ৩) বাড়তি যাত্রী ধরতে ডিপোয় কমিশনভিত্তিক ‘বুকিং এজেন্ট’ নিয়োগ।

টেন্ডার ডেকে বাস চালানোর দায়িত্ব হস্তান্তর কেন করল এসবিএসটিসি? দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এসবিএসটিসি)। নিগমের চেয়ারম্যান তমোনাশ ঘোষের বক্তব্য, “মূল লক্ষ্য, বাসের আয় অর্থাৎ ইপিকেএম বাড়ানো। এ ভাবে কিছু রুটের বাস হস্তান্তরিত হয়েছে। সেই রুটগুলিতে ইপিকেএম ১৭ টাকা থেকে বেড়ে ২৪ টাকা হয়েছে।” ন। আরও কয়েকজন খোঁজ করছেন।

সাফল্যের চাবিকাঠি মেলে গত বছর অগস্টে। ওই মাসের গোড়ায় মেদিনীপুর-রোহিণী রুটের বাসটি ‘অলাভজনক’ বলে চালানো বন্ধ করে এসবিএসটিসি। জেলা সদর মেদিনীপুর এবং সাঁকরাইলের ব্লক সদর রোহিণীর মধ্যে যাতায়াতকারী বাসটির উপরে বহু মানুষ নির্ভরশীল। যাত্রীদের কথা ভেবে বাস চালানোর দায়িত্ব নেন সাঁকরাইলের বিডিও সৌরভ চট্টোপাধ্যায়। অগস্টের মাঝ থেকেই ফের পথে নামে মেদিনীপুর-রোহিণী রুটের বাস। এক মাস বাদে ওই যুবকেরা লভ্যাংশ রেখে উদ্বৃত্ত ১৫ হাজার টাকা বিডিও-কে দেন। তাঁদের দাবি, ঠিকা চালক ও কর্মী দিয়েই বাস চালিয়ে তাঁরা লাভ করেছেন।

এ রকমই শিয়ালদহ-হাওড়া রুটে বাস নিয়েছেন প্রদীপ রায়, অশোক দেবরা। তাঁরাও নিজেদের লভ্যাংশ রেখে নিগমকে মাসে মাসে টাকা দিচ্ছেন। নিগমের ট্রাফিক ম্যানেজার উজ্জ্বল গঙ্গোপাধ্যায় বলেন, “গোটা কুড়ি নতুন বাস এ ভাবেই ফ্র্যাঞ্চাইজি দিয়েছি।”

বেসরকারি উদ্যোগে যদি বাস চালিয়ে লাভ করা যায়, আপনারা পারছেন না কেন? নিগমের এক পদস্থ অফিসার স্বীকার করেন, “সাধারণ কর্মীদের দায়বদ্ধতা নেই। তাই এই হাল।” এসবিএসটিসি-র চেয়ারম্যান বলেন, “আমাদের চালক-কন্ডাক্টরদের অধিকাংশই বয়স্ক। কর্মসংস্কৃতির মান বাড়াতে আমরা চেষ্টা করছি। আর বেসরকারি উদ্যোগে বাস চালিয়ে লাভের এই নজির আমরা নিগমের চালক-কন্ডাক্টরদের কাছে রেখে প্রশ্ন করার সুযোগও পাচ্ছি।”

বসে যাওয়া বাসের মেরামতি ও মানোন্নয়ন করে সেগুলোকে ‘ডিলাক্স’ তকমা দেওয়াও আয় বাড়ানোয় কাজে এসেছে বলে নিগম কর্তৃপক্ষের দাবি। এ রকম ৫৪ আসনের প্রতিটি বাসে ২’ x ৩’ মাপের ‘পুশব্যাক চেয়ার’, ‘সাউন্ড সিস্টেম’ বসানো হয়েছে। জানলায় লাগানো হয়েছে নতুন পর্দা। কর্তৃপক্ষের হিসেব, “বসে থাকা বাসগুলো ডিলাক্স-এ উন্নীত করতে প্রতিটির জন্য প্রায় তিন লক্ষ টাকা খরচ করতে হয়েছে।” কলকাতা থেকে বর্ধমান-দুর্গাপুর, পুরুলিয়া, আসানসোল, বাঁকুড়ার বিভিন্ন রুটে যাত্রীরা এই বাসগুলোকে স্বাগত জানাচ্ছেন দাবি করে নিগম চেয়ারম্যান বলেন, “এ রকম ২০টি ডিলাক্স বাস নামিয়েছি। আরও ২০টি নামানো হবে ।”

নিগম সূত্রের খবর, কমিশনভিত্তিক ‘বুকিং এজেন্ট’ নিয়োগ করেও সুফল মিলেছে। উজ্জ্বলবাবুর কথায়, “সম্প্রতি বালুরঘাট, গঙ্গারামপুর, মালদহ, বহরমপুর, হলদিয়া এবং মেদিনীপুর শহরে এর সুফল মিলেছে।” আগামী কয়েক মাসে আরও কিছু ডিপোয় বুকিং এজেন্ট নিয়োগ হবে বলে জানিয়েছেন নিগম-কর্তৃপক্ষ।

পরিবহণমন্ত্রী মদন মিত্র বলেন, “নিগমগুলোকে স্বাবলম্বী হতে বলেছি। তাতে সাড়া আসছে দেখে খুশি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

sbstc madan mitra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE