Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Doctor Mom

নিজের ডেলিভারি থামিয়ে অন্যের ডেলিভারি করালেন এই ডাক্তার মা

দিনটা ছিল ২৩ জুলাই। কেন্টাকির হাসপাতালের লেবার রুমে তখন সন্তানের জন্ম দেওয়ার অপেক্ষায় আমান্ডা হেস। তখনই পাশের রুম থেকে ভেসে আসতে থাকে আর্তনাদ। গর্ভ যন্ত্রণায় কাতরাচ্ছেন তাঁরই মতো কেউ।

তত্পরতার ও দক্ষতার সঙ্গে ডেলিভারি করান আসন্নপ্রসবা আমান্ডা।

তত্পরতার ও দক্ষতার সঙ্গে ডেলিভারি করান আসন্নপ্রসবা আমান্ডা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৭ ১৫:৪৫
Share: Save:

দিনটা ছিল ২৩ জুলাই। কেন্টাকির হাসপাতালের লেবার রুমে তখন সন্তানের জন্ম দেওয়ার অপেক্ষায় আমান্ডা হেস। তখনই পাশের রুম থেকে ভেসে আসতে থাকে আর্তনাদ। গর্ভ যন্ত্রণায় কাতরাচ্ছেন তাঁরই মতো কেউ। কর্তব্যপরায়ণতার কাছে নিজের কষ্ট ভুলতে এক মুহূর্তও লাগেনি। আমান্ডা নিজেই যে এক জন চিকিত্সক। ওটি গাউনের উপরেই চাপিয়ে নেন আরও একটি গাউন। অ্যামনওটিক ফ্লুইড গড়িয়ে পড়ে যাতে অস্বস্তি না হয়, তাই পা ঢেকে নেন জুতোয়। তত্পরতার ও দক্ষতার সঙ্গে ডেলিভারি করান আসন্নপ্রসবা আমান্ডা।

আরও পড়ুন: নিজেরই ভাইকে পেটে নিয়ে জন্মাল শিশু

জন্মেই ৬ বার হার্ট অ্যাটাক! ১২ ঘণ্টার অস্ত্রোপচার ফেরাল মায়ের কোলে

লেবার রুমে কাতরানো লি হ্যালিডে-জনসনের শিশুর গলায় জড়িয়ে গিয়েছিল আম্বিলিকাল কর্ড। ডাক্তার এসে পৌঁছতে পারেননি সঠিক সময়। শেষ মুহূর্তে আমান্ডার দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নেন হেস। কন্যা সন্তানের জন্ম দেন লি। এর পরে আমান্ডার অস্ত্রোপচার করেন আলা স্যাব্রি নামে এক চিকিত্সক। আমান্ডাও একটি কন্যা সন্তানের জন্ম দেন।

আমান্ডার এই নিঃস্বার্থ, মানবিক কাজের গল্প ফেসবুকে পোস্ট করেন আলা স্যাব্রি। তারপর থেকেই ফেসবুক ভরে গিয়েছে শুভেচ্ছা আর অভিনন্দনের বন্যায়। আমান্ডার এই মানবিক কাজকে সম্মান জানিয়েছেন বহু মানুষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Doctor Pregnant Trending World Offbeat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE