Advertisement
০৭ মে ২০২৪

জঙ্গি নই, আর্তি বিদেশি অভিনেতার

তিনি ভিন্‌ দেশের মডেল, অভিনেতাও। কিন্তু সারা বিশ্ব কী করে তাঁকে ব্যাঙ্কক বিস্ফোরণে মূল অভিযুক্ত বলে ধরে নিয়েছে, তা এখনও বুঝে উঠতে পারছেন না সানি বার্নস।

সন্দেহভাজন জঙ্গির স্কেচ।

সন্দেহভাজন জঙ্গির স্কেচ।

সংবাদ সংস্থা
ব্যাঙ্কক শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৫ ০২:৪৯
Share: Save:

তিনি ভিন্‌ দেশের মডেল, অভিনেতাও। কিন্তু সারা বিশ্ব কী করে তাঁকে ব্যাঙ্কক বিস্ফোরণে মূল অভিযুক্ত বলে ধরে নিয়েছে, তা এখনও বুঝে উঠতে পারছেন না সানি বার্নস।

আদতে অস্ট্রেলিয়ার বাসিন্দা সানি থাকেন ব্যাঙ্ককে। কাল ব্যাঙ্কক পুলিশ হলুদ টি শার্ট পরা যে সন্দেহভাজন যুবকের ছবি প্রকাশ করেছিল, তার সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সানির ছবিও। আর তা থেকেই শুরু হয়েছে যাবতীয় সংশয়। সন্দেহভাজন জঙ্গির সঙ্গে নিজের ছবি দেখে মাথা ঘুরে যায় সানির। ঠিক করেন, নিজেই পুলিশের সঙ্গে দেখা করে বিষয়টি মিটমাট করবেন।

সরাসরি থানায় গিয়ে পুলিশকে জানান, তাঁর নাম, পরিচয়। ওই জঙ্গি বা সোমবারের বিস্ফোরণের সঙ্গে তাঁর যে কোনও সম্পর্ক নেই, সে কথাও স্পষ্ট বলেন সানি। থানায় বসে পুলিশের সঙ্গে একটি নিজস্বীও তোলেন তিনি। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে লেখেন, ‘‘পুলিশের সঙ্গে কথা বলছি। আমি কোনও জঙ্গি নই। এক জন অভিনেতা মাত্র।’’

আজ আবার ওই হলুদ টি শার্ট পরা সন্দেহভাজনের একটি স্কেচ প্রকাশ করেছে পুলিশ। ব্যাঙ্ককের পুলিশ প্রধান জানিয়েছেন, ওই যুবকের খোঁজ বা তার বিষয়ে কোনও তথ্য দিতে পারলে সেই ব্যক্তিকে দশ লক্ষ বাট পুরস্কার দেওয়া হবে। ওই সন্দেহভাজন যে বিদেশি, সে বিষয়েও প্রায় নিশ্চিত পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Australian Bangkok bomber model actor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE