Advertisement
০৩ মে ২০২৪
International News

টানা হুঁশিয়ারিতে বিরতি, চিনের মুখে হঠাৎ ভারত এবং মোদীর প্রশংসা

গ্লোবাল টাইমসের এক প্রতিবেদনে ভারতে জিএসটি (পণ্য ও পরিষেবা কর) প্রবর্তনের প্রশংসা করা হয়েছে।

নরেন্দ্র মোদী।-ফাইল চিত্র।

নরেন্দ্র মোদী।-ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১১ জুলাই ২০১৭ ১৯:৪২
Share: Save:

কিছুটা অবাক করে দিয়েই হঠাৎ ভারতের প্রশংসায় চিনা সংবাদপত্র। কমিউনিস্ট পার্টি তথা চিনের সরকার নিয়ন্ত্রিত যে গ্লোবাল টাইমস গত মাসের শেষ থেকে এ পর্যন্ত প্রায় রোজ ভারতকে এবং নরেন্দ্র মোদীকে তুলোধোনা করছে, সেই গ্লোবাল টাইমসেই এ বার ভারত সরকারের কর সংস্কার এবং নরেন্দ্র মোদীর অর্থনৈতিক নীতির প্রশংসা দেখা গেল। গ্লোবাল টাইমসের এক প্রতিবেদনে ভারতে জিএসটি (পণ্য ও পরিষেবা কর) প্রবর্তনের প্রশংসা করা হয়েছে। কর ব্যবস্থার সরলীকরণের ফলে নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচি সাফল্য পেতে পারে বলেও সেখানে লেখা হয়েছে।

আরও পড়ুন: প্রাণ বাঁচাতে টাইগ্রিসে ঝাঁপ জঙ্গিদের

‘‘কম খরচে উৎপাদনের গন্তব্য যে হেতু চিন থেকে ক্রমশ সরে যাচ্ছে, তাই গোটা পৃথিবীর উৎপাদন কেন্দ্র হিসেবে চিনের বিকল্প হয়ে ওঠার চেষ্টা করা ভারতের পক্ষে এবং গোটা পৃথিবীর পক্ষেই এখন খুব গুরুত্বপূর্ণ।’’ মঙ্গলবার গ্লোবাল টাইমসের একটি প্রতিবেদনে এমনই লেখা হয়েছে।

ভারতে পরিকাঠামোর অভাব রয়েছে এবং বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের আইন-কানুনের জন্য শিল্পায়ন কর্মসূচি রূপায়ণে সমস্যা রয়েছে বলে চিনা সংবাদপত্রে লেখা হয়েছে। কিন্তু তার পাশাপাশিই জিএসটি ব্যবস্থার প্রশংসা করে সেখানে লেখা হয়েছে, এই কর সংস্কারের ফলে গোটা ভারতে কর ব্যবস্থা একই রকম হবে এবং এর ফলে নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচি গতি পেতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE