Advertisement
১৭ মে ২০২৪

গণভোটের দাবিতে চিঠি টেরেসাকে

ব্রিটেন ছাড়ার প্রশ্নে দ্বিতীয় গণভোট চেয়ে এ বার প্রধানমন্ত্রী টেরেসা মে-কে আনুষ্ঠানিক ভাবে চিঠি পাঠালেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন। টেরেসা মে-র ডাউনিং স্ট্রিটের অফিসে ইতিমধ্যেই ওই চিঠি পৌঁছে গিয়েছে বলে জানানো হয়েছে।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৭ ০২:৫০
Share: Save:

ব্রিটেন ছাড়ার প্রশ্নে দ্বিতীয় গণভোট চেয়ে এ বার প্রধানমন্ত্রী টেরেসা মে-কে আনুষ্ঠানিক ভাবে চিঠি পাঠালেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন। টেরেসা মে-র ডাউনিং স্ট্রিটের অফিসে ইতিমধ্যেই ওই চিঠি পৌঁছে গিয়েছে বলে জানানো হয়েছে।
গত মঙ্গলবারই গণভোটের পক্ষে সায় দিয়েছে স্কটিশ পার্লামেন্ট। তবে ব্রিটিশ পার্লামেন্টের অনুমোদন ছাড়া এগোতে পারবে না তারা। চিঠিতে স্টার্জন লিখেছেন, ‘‘পরিস্থিতি এখন বদলেছে। নিজেদের ভবিষ্যৎ বেছে নেওয়ার অধিকার স্কটল্যান্ডের থাকা উচিত।’’ ২০১৮-র শেষ থেকে পরের বছর শুরুর দিকে দ্বিতীয় গণভোট সেরে ফেলতে চাইছে স্কটল্যান্ড। স্টার্জন শুক্রবার বলেন, ‘‘ব্রিটিশ পার্লামেন্টের এই গণভোটে সায় না দেওয়ার কোনও কারণ দেখছি না।’’ চিঠি নিয়ে অবশ্য এখনই কোনও মন্তব্য করেননি টেরেসা মে। তাঁর অফিসের তরফে শুধু জানানো হয়েছে, ‘‘ঠিক সময়ে এ নিয়ে মতামত জানানো হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Theresa May
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE