Advertisement
০২ মে ২০২৪

ট্রাম্পের নির্দেশ, দেশে ফেরত ৬০ রুশ কূটনীতিক

ব্রিটেনে এক সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপালকে সম্প্রতি বিষ প্রয়োগ করে হত্যার চেষ্টা হয়। ভ্লাদিমির পুতিনের সরকার এই কাজ করেছে অভিযোগ করে ব্রিটেন আগেই ২৩ জন রুশ কুটনীতিককে বহিষ্কার করেছিল।

ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৮ ০৩:১৭
Share: Save:

এ বার রাশিয়ার ৬০ জন কূটনীতিককে সাত দিনের মধ্যে সপরিবার দেশ ছাড়ার নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিয়াটলে মার্কিন নৌ-ঘাঁটির অদূরে রুশ কনসুলেটটিও গুপ্তচরবৃত্তির অভিযোগে বন্ধ করে দেওয়া হল।

ব্রিটেনে এক সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপালকে সম্প্রতি বিষ প্রয়োগ করে হত্যার চেষ্টা হয়। ভ্লাদিমির পুতিনের সরকার এই কাজ করেছে অভিযোগ করে ব্রিটেন আগেই ২৩ জন রুশ কুটনীতিককে বহিষ্কার করেছিল। রাশিয়াও পাল্টা ২৩ জন ব্রিটিশ কূটনীতিককে দেশ ছাড়তে বলে। এ দিন রুশ সরকার বিবৃতি দিয়ে দাবি করে, ওই হত্যা চেষ্টা তাদের কাজ নয়। সাজানো অভিযোগে রাশিয়াকে কোণঠাসা করার চক্রান্ত হচ্ছে। মার্কিন পদক্ষেপের কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে তারা বলেছে, ওয়াশিংটন ক্ষমতা প্রদর্শনের ভাষা ছাড়া আর কিছু বোঝে না।

এ দিন ট্রাম্প প্রশাসন রুশ কূটনীতিকদের বহিষ্কারের পরে কানাডাও চার রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে। আরও তিন জনের পরিচিতিপত্র নিতে অস্বীকার করেছে। ডেনমার্ক, ফিনল্যান্ড ও নেদারল্যান্ডস-সহ ইউরোপীয় ইউনিয়নের ১৪টি দেশও রুশ কূটনীতিকদের দেশে ফেরার নির্দেশ দিচ্ছে। ইতিমধ্যে লিথুয়ানিয়া ও পোল্যান্ডও বেশ কয়েক জন কূটনীতিককে বহিষ্কার করেছে। ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সকে পাশে নিয়ে এর আগে সাবেক গুপ্তচরের ওপর হামলার নিন্দা করেছিল আমেরিকা।

পুতিন সরকারের পক্ষে নরম মনোভাব নিয়ে চলার অভিযোগ বার বার উঠেছে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। অভিযোগ উঠেছিল, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনের গুপ্তচরেরা ট্রাম্পকে জেতাতে সক্রিয় ছিল। ট্রাম্প একাধিক বার সে অভিযোগ অস্বীকার করলেও ‘নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা’-র দায়ে ১৫ মার্চ বেশ কিছু রুশ ব্যবসায়ী ও সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে মার্কিন সরকার। তার পরে এ দিন রাশিয়ার বিরুদ্ধে ট্রাম্পের কঠোর পদক্ষেপে অনেকে অবাক হয়েছেন। কেউ কেউ বলছেন— বিদেশনীতি নিয়ে যে ট্রাম্পের মতিস্থির নেই, এই পদক্ষেপ তার উদাহরণ। কয়েক দিন আগেই চিনের বিরুদ্ধে কড়া বাণিজ্য নিষেধাজ্ঞা চাপিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

আরও পড়ুন: মেয়ের কথা ভাবছিলেন ট্রাম্প: স্টর্মি

হোয়াইট হাউসের বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, যে ৬০ জন রুশ কূটনীতিককে দেশে ফিরতে বলা হয়েছে, তার মধ্যে ১২ জনই গুপ্তচর। অভিযোগ করা হয়েছে— সিয়াটলে রাশিয়ার কনসুলেটটির প্রধান কাজ ছিল অদূরে মার্কিন নৌ-ঘাঁটিতে নজরদারি করা। তাই সেটির পাট গোটাতে নির্দেশ দেওয়া হল। মার্কিন সরকারের হিসেব অনুযায়ী সে দেশে ১০০-রও বেশি রুশ গুপ্তচর রয়েছেন। তবে ভারতের মতো যে সব দেশ রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক রেখে চলে, এই পদক্ষেপে তাদের কোনও বার্তা দেওয়া হয়নি বলে হোয়াইট হাউস জানিয়েছে।

সাবেক রুশ গুপ্তচর স্ক্রিপাল (৬৬) ব্রিটেনের সালিসবেরি শহরে গা-ঢাকা দিয়ে ছিলেন। সম্প্রতি সেখানে একটি পার্কে মেয়ে জুলিয়ার সঙ্গে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। ব্রিটিশ প্রশাসন অভিযোগ করে, পুতিন সরকারই ‘মিলিটারি গ্রেড’ নার্ভ গ্যাস প্রয়োগ করে সাবেক এই রুশ গুপ্তচর ও তাঁর মেয়েকে হত্যার চেষ্টা করেছিল। তার পরেই রাশিয়ার বিরুদ্ধে কূটনৈতিক শাস্তির প্রক্রিয়া শুরু হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE