Advertisement
০৩ মে ২০২৪
International

রাশিয়া, আমেরিকার পর এ বার ভারতের পাশে ইউরোপীয় ইউনিয়নও

আমেরিকা, রাশিয়ার পর এ বার ইউরোপীয় ইউনিয়ন। ভারতের পালে বাতাসটা জোরালো হচ্ছে উত্তরোত্তর। উরি হামলা আর ভারতের ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর পর ভারতের বন্ধু হল এ বার ইউরোপীয় ইউনিয়নও। মঙ্গলবারই ইউরোপীয় পার্লামেন্ট জানিয়ে দিল, ‘ভারতের পাশে আছি।’

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৬ ১৭:৩৫
Share: Save:

আমেরিকা, রাশিয়ার পর এ বার ইউরোপীয় ইউনিয়ন। ভারতের পালে বাতাসটা জোরালো হচ্ছে উত্তরোত্তর। উরি হামলা আর ভারতের ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর পর ভারতের বন্ধু হল এ বার ইউরোপীয় ইউনিয়নও। মঙ্গলবারই ইউরোপীয় পার্লামেন্ট জানিয়ে দিল, ‘ভারতের পাশে আছি।’

সঙ্কটের মূহুর্তে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পাশে থাকার একের পর এক বার্তায় নতুন সংযোজন ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট রাইজার্ড ঝারনেকির স্বাক্ষরিত ভাষণ। ঝারনেকি বলেছেন, ‘‘জঙ্গি দমনে সীমান্ত পেরিয়ে ভারত যে সক্রিয়তা (সার্জিক্যাল স্ট্রাইক) দেখিয়েছে, তা রীতিমতো প্রশংসার যোগ্য। এই সক্রিয়তাকে বিশ্বের সব দেশেরই সমর্থন করা উচিত। ভারতের সমর্থনে বিশ্বের অন্য দেশগুলিরও আন্তরিক ভাবে এগিয়ে আসা উচিত।’’

জঙ্গি দমনের প্রশ্নে ভারতের সমর্থনে ওঠা প্রস্তাবে সিলমোহর লাগাতে গিয়ে ইউরোপীয় পার্লামেন্ট বলেছে, ‘‘ওই ঘটনা (সার্জিক্যাল স্ট্রাইক) যে বার্তাটা পাকিস্তান সহ গোটা বিশ্বের কাছেই পৌঁছে দিয়েছে, তা অত্যন্ত স্পষ্ট ও জোরালো। সেই বার্তাটা হল, পাকিস্তানের সীমান্ত-পার সন্ত্রাসকে ভারত আর রেয়াত করবে না। ওই সন্ত্রাস বন্ধ করতে ভারত পাল্টা ও যোগ্য জবাব দেবে। আর সেই জবাবটা দিতে বেশি সময়ও লাগবে না।’’

ভারতের অবস্থানের আরও প্রশংসা করেছে ইউরোপীয় পার্লামেন্ট। পার্লামেন্টে গৃহীত ঝারনেকির ভাষণে স্পষ্টই বলা হয়েছে, ‘‘ভারত খুব জোরালো ভাবে এটাও বুঝিয়ে দিতে পেরেছে, পাকিস্তানকে আক্রমণ করার কোনও উদ্দেশ্য ছিল না তার। ভারতের লক্ষ্য ছিল, পাকিস্তানের মদতে পাকিস্তানের মাটিতে যে জঙ্গি সন্ত্রাস জন্মে ও বেড়ে উঠেছে, তার মূলটাকে যতটা সম্ভব উৎপাটিত করতে। আর এই প্রথম সেটা বেশ সফল ভাবেই ভারত করে দেখাতে পেরেছে।’’

আরও পড়ুন- কাশ্মীরে আমরা জড়াব না, পাকিস্তানের প্রস্তাব ফের ওড়াল আমেরিকা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE