Advertisement
০৩ মে ২০২৪
Thailand

গুহা থেকে উদ্ধারের কাজে ভারতীয় প্রযুক্তি

কিরলসকর ব্রাদার্স নামে পুণের একটি পাম্প প্রস্তুতকারক সংস্থা এই উদ্ধারকার্যে যাবতীয় সাহায্য করেছে বলে জানা গিয়েছে।

উদ্ধারকাজে ব্যস্ত এক ডুবুরি। ছবি: এএফপি/ ফাইল ছবি।

উদ্ধারকাজে ব্যস্ত এক ডুবুরি। ছবি: এএফপি/ ফাইল ছবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১১ জুলাই ২০১৮ ১০:১২
Share: Save:

তাইল্যান্ডে জলমগ্ন গুহা থেকে ফুটবল দলটিকে বার করে আনতে কাজে লাগানো হয়েছিল ভারতীয় প্রযুক্তি!

ভারতের বিশেষভাবে প্রশিক্ষিত দল এবং বিশেষ প্রযুক্তিতে তৈরি পাম্প উড়িয়ে নিয়ে যাওয়া হয় উদ্ধারকাজের জন্য। ভারতীয় সংস্থা কির্লোস্কার ব্রাদার্সের তৈরি পাম্পই গুহার ভেতর জমে থাকা বিপুল জলরাশি অল্পসময়ে বার করতে সাহায্য করেছে।

মঙ্গলবার একে একে ফুটবল দলের বাকি সদস্যদের উদ্ধারের পর ওই সংস্থার নাম সামনে আসে। ওই সংস্থার তরফে জানানো হয়, তাইল্যান্ডের জলমগ্ন গুহার ওই ১২ জনের আটকে পড়ার খবর সামনে আসার পরই সাহায্য করতে চেয়ে তাইল্যান্ডের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে সংস্থাটি। ভারতীয় দূতাবাস ওই সংস্থার প্রযুক্তি কাজে লাগানোর পরামর্শ দেয় তাইল্যান্ড প্রশাসনকে। তাতে সম্মতি জানায় তাইল্যান্ড প্রশাসন।

আরও পড়ুন: স্নায়ুর লড়াই শেষ, উদ্ধার সব খেলোয়াড়ই

এরপর ভারত, তাইল্যান্ড এবং ইংল্যান্ডে সংস্থার শাখা থেকে প্রশিক্ষিতদের পাঠানো হয় ঘটনাস্থলে। ৫ জুলাই থেকেই থাম লুয়াং গুহার আশপাশে ছিল এই দলটি। কী ভাবে উদ্ধার করা হবে তার ব্লু প্রিন্ট তৈরি করছিল। তারপর ঠিক করে পাম্প দিয়ে প্রথমে কিছুটা জল বার করা হবে। ৪টি বিশেষ প্রযুক্তিসম্পন্ন এবং উচ্চ ক্ষমতাযুক্ত অটোপ্রাইম ডিওয়াটারিং পাম্প ব্যবহার করা হয়। পাম্পগুলো মহারাষ্ট্রের কির্লোস্কাবেরী প্ল্যাট থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় তাইল্যান্ডে।

গতকাল অর্থাৎ ১১ জুলাই শেষ হয় সেই উদ্ধার অভিযান। উদ্ধারকারীরা থাম লুয়াং গুহা থেকে বার করে আনতে সফল হন ফুটবল দলটির বাকি সদস্যদেরও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE