Mark Zuckerberg Builds Glowing Sleep Box For Priscilla dgtl
স্ত্রীর জন্য ‘স্লিপ বক্স’ বানিয়ে সমালোচনার মুখে জাকারবার্গ
এই স্লিপ বক্স সম্পর্কে বলা হয়েছে, এর আলো সকাল ৬টা থেকে ৭টার মধ্যে জ্বলে উঠবে। ফলে সন্তানকে ঘুম থেকে তোলার জন্য বার বার মোবাইলে সময় দেখতে হবে না
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৯ ১৭:১২
স্ত্রীর জন্য স্লিপ বক্স বানিয়েছেন মার্ক জুকারবার্গ। ছবি জাকারবার্গের ইনস্টাগ্রাম থেকে নেওয়া
স্ত্রী প্রিসিলার জন্য একটি আলো জ্বলা বাক্স বানিয়েছেন ফেসবুক কর্তা মার্ক জাকারবার্গ। যা প্রিসিলার ঘুমের ব্যাঘাত না ঘটিয়ে ঠিক সময়ে উঠতে সাহায্য করবে।
শনিবার জাকারবার্গ ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে একটি বাক্স, যার নিচ থেকে হাল্কা আলো বেরিয়ে আসছে। বাক্সটির নাম দেওয়া হয়েছে স্লিপ বক্স।
এই স্লিপ বক্স সম্পর্কে বলা হয়েছে, এর আলো সকাল ৬টা থেকে ৭টার মধ্যে জ্বলে উঠবে। ফলে সন্তানকে ঘুম থেকে তোলার জন্য বার বার মোবাইলে সময় দেখতে হবে না। তাই নিশ্চিন্তে ঘুমতে পারবেন প্রিসিলা, আবার সময় মতো উঠেও পড়তে পারবেন।
এই স্লিপ বক্স নাকি ভাল কাজ করছে। জাকারবার্গ জানিয়েছেন, তাঁর বন্ধুদের মধ্যেও খুব জনপ্রিয় হয়েছে এই যন্ত্র। তাই এটি সাধারণ মানুষও যাতে ব্যবহার করতে পারেন তার ব্যবস্থাও করছেন।
তবে জাকারবার্গের এই প্রয়াস সকলের প্রশংসা পায়নি। বরং কিছু খোঁচা দেওয়া বাঁকা মন্তব্যও এসেছে। ব্রিটিশ গায়ক লিলি অ্যালেন যেমন প্রশ্ন তুলেছেন, ফেসবুকে বর্ণবিদ্বেষমূলক পোস্ট আটকাতে কোনও অ্যালগোরিদম আছে কি?
গত মাসেই বর্ণবিদ্বেষমূলক পোস্ট আটকাতে ফেসবুক ব্যবস্থা নিচ্ছে বলে জানায়।
গত মার্চ মাসে নিউজিল্যান্ডে এক ব্যক্তি বর্ণবিদ্বেষমূলক পোস্ট করার পর দুটি মসজিদে হত্যালীলা চালিয়ে ৫০ জনকে মেরে ফেলে। সেই ঘটনা ওই ব্যক্তি লাইভ দেখায় ফেসবুকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
Best Value
এক বছরে
5,148
1,999
এক মাসে
429
169
Best Value
প্রতি বছরে
5,148
1,999
প্রতি মাসে
429
169
মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে
মেয়াদ শেষে আপনার সাবস্ক্রিপশন আপনাআপনি রিনিউ হয়ে যাবে