অর্ডার দেওয়া খাবারের সঙ্গে তিনি আশা করেছিলেন আরও একটু বেশি কেচাপ। কিন্তু সামান্য সেই কেচাপ না মেলাতেই রেস্তরাঁ মালিককে খেতে হল বেধড়ক মার! ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ার সান্টা অ্যানায়।
ক্যালিফোর্নিয়াবাসী বছর চব্বিশের মাইরা বেরেনিস গালো খাবার জন্য গিয়েছিল সান্টা অ্যানা শহরে একটি ম্যাকডোনাল্ডসের রেস্তরাঁয়। কিন্তু খাবারের সঙ্গে দেওয়া কেচাপের পরিমাণ যথেষ্ট মনে হয়নি তার। তাতেই হঠাৎ মারমুখী হয়ে উঠে সে আক্রমণ করে বসে রেস্তরাঁর ম্যানেজারকে। পরে রেস্তরাঁর কয়েকজন কর্মী এসে উদ্ধার করেন ম্যানেজারকে। তাকে বাঁধা দিতে গিয়ে অবশ্য মার খেতে হয়েছে অন্য কর্মীকেও।
স্থানীয় পুলিশ হামলা ও লাঞ্ছনার অভিযোগে গ্রেফতার করেছে মাইরাকে। যদিও এই ধরনের অসহিষ্ণুতার অভিযোগ ক্রমেই বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসন।