Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Antarctica

ফের নতুন করে ফাটল ধরা পড়ল সুমেরুর বরফ চাদরে

উদ্বেগ ক্রমশ বাড়ছে। সুমেরু অঞ্চলের বরফ চাদরে ফের নতুন করে চিড় দেখা গিয়েছে। এ বার তার দৈর্ঘ প্রায় নয় মাইল। গত ১ মে উপগ্রহ মারফত পাঠানো ছবিতে ধরা পড়ে ওই ফাটল।

ছবি-নাসা

ছবি-নাসা

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৩ মে ২০১৭ ১৩:১৭
Share: Save:

উদ্বেগ ক্রমশ বাড়ছে। সুমেরু অঞ্চলের বরফ চাদরে ফের নতুন করে চিড় দেখা গিয়েছে। এ বার তার দৈর্ঘ প্রায় নয় মাইল। গত ১ মে উপগ্রহ মারফত পাঠানো ছবিতে ধরা পড়ে ওই ফাটল।

সুমেরুর পূর্ব তীরবর্তী উপকূলে থাকা লার্সেন সি বরফ চাদরের ফাটল কিন্তু অনেক বছরের। শেষ কয়েক মাসে তা ভয়াবহ আকার ধারণ করেছে।

আরও পড়ুন- লক্ষ বছর পর বরফহীন হতে যাচ্ছে সুমেরু সাগর?

ব্রিটেনের আন্টার্কটিকা গবেষণার প্রোজেক্ট মিডাসের বিজ্ঞানীদের দাবি, গত ডিসেম্বর থেকে চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে প্রায় ১৭ মাইল ফাটল বৃদ্ধি হয়েছে। একটি সমীক্ষায় দেখা গিয়েছে, ২০১১ থেকে মোট ৫০ মাইল ফাটল বৃদ্ধি পেয়েছে লার্সেন সি-র বরফ চাদরে। বিজ্ঞানীদের আরও দাবি, আপাতত ফাটল দৈর্ঘে সে ভাবে না বাড়লেও চওড়ায় বৃদ্ধি হচ্ছে অনেকটাই। দিনে ৩ ফুট করে ফাটল চওড়া হচ্ছে। ইতিমধ্যেই ওই ফাটলের চওড়া বেড়ে দাঁড়িয়েছে প্রায় এক হাজার ফুট।

লার্সেন সি বরফ চাদরে যে ভাবে ফাটল বৃদ্ধি পাচ্ছে, যদি পুরোপুরি সে বরফ গলে যায়, তা হলে ওই বরফ চাদরের প্রায় ১০ শতাংশ হারিয়ে যাবে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। ফাটলের কারণে ইতিমধ্যেই লার্সেন সি বরফ স্তর দুর্বল হতে শুরু করেছে বলে মনে করছেন তাঁরা। প্রোজেক্ট মিডাসের বিজ্ঞানী আদ্রিয়ান লুকম্যান জানাচ্ছেন, লার্সেন বি-র মতোই ভবিতব্য ঘটতে চলেছে লার্সেন সি-রও। ২০০২ সালে ১২০০ বর্গ মাইল বরফ যুক্ত লার্সেন বি বরফ চাদর হারিয়ে যায়। লার্সেন এ বরফ চাদর ধ্বংস হয়েছিল ১৯৯১ সালে।

প্রায় দু’হাজার বর্গ মাইলের লার্সেন সি বরফ চাদরও কি সুমেরুর বুকে থেকে হারিয়ে যাবে শীঘ্রই? আপাতত যেন তারই প্রহর গুনছেন বিজ্ঞানীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Antarctica Ice Self Larsen C
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE