Advertisement
২০ মে ২০২৪

বিদেশসচিব পদে কি নিকি হ্যালি

প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আজ আলোচনায় বসবেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক নিকি হ্যালি। প্রেসিডেন্টের অন্তর্বর্তীকালীন দলের তরফে খবর, সাউথ ক্যারোলাইনার দু’বারের এই রিপাবলিকান গভর্নরকে বিদেশসচিবের মতো গুরুত্বপূর্ণ পদ দেওয়ার ব্যাপারে ভাবনাচিন্তা চলছে।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৬ ০২:৩৫
Share: Save:

প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আজ আলোচনায় বসবেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক নিকি হ্যালি। প্রেসিডেন্টের অন্তর্বর্তীকালীন দলের তরফে খবর, সাউথ ক্যারোলাইনার দু’বারের এই রিপাবলিকান গভর্নরকে বিদেশসচিবের মতো গুরুত্বপূর্ণ পদ দেওয়ার ব্যাপারে ভাবনাচিন্তা চলছে। ওবামা প্রশাসনে হিলারি ক্লিন্টন ছিলেন এই পদে।

গত কাল অন্তর্বর্তীকালীন দলের মুখপাত্র জানিয়েছেন, নিকি-সহ আরও বেশ কয়েক জনের সঙ্গে দেখা করবেন ট্রাম্প। ক্যাবিনেটে কারা থাকতে পারেন তা নিয়ে আলোচনা তো হবেই। পাশাপাশি অভিজ্ঞ কয়েক জনের কাছ থেকে পরামর্শ চাইবেন ট্রাম্প। প্রাক্তন বিদেশসচিব হেনরি কিসিঙ্গার, অবসরপ্রাপ্ত জেনারেল জ্যাক কিয়ান, অ্যাডমিরাল মাইক রজার্স, এবং ট্রাম্পের দলের অন্যতম কৃষ্ণাঙ্গ মুখ কেন্ ব্ল্যাকওয়েলও রয়েছেন তালিকায়।

সাউথ ক্যারোলাইনায় ট্রাম্প-ঘনিষ্ঠ এক ব্যক্তির দাবি, নিকি হ্যালিকে কোনও ক্যাবিনেট পদ দেওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তো বা বিদেশসচিব। এ ভাবেই সরকার চালানোর ক্ষেত্রে কিছু নতুন মুখ আনতে পারেন ট্রাম্প। নির্বাচনের প্রথম দিকে প্রাইমারিগুলোতে ট্রাম্পের সমালোচনায় সরব ছিলেন নিকি। তবে শেষ দিকে ছবিটা বদলে যায়। নিকি জানান, ভোটটা ট্রাম্পকেই দেবেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nikki Haley
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE