Advertisement
০৩ মে ২০২৪

এখনও জঙ্গি-কবলে চিবকের ১৯৫ ছাত্রী

দেখতে দেখতে কেটে গিয়েছে তিনটে বছর। এখনও ঘরে ফেরা হয়নি চিবকের অপহৃত স্কুলছাত্রীদের। কোথায়, কী ভাবে দিন কাটছে তাঁদের? কেমনই বা আছেন তাঁদের পরিজনেরা? আন্তর্জাতিক একটি সংগঠনের ডাকা অনুষ্ঠানে এমনই প্রশ্ন ফের তুলে আনলেন তাঁদেরই এক সহপাঠী।

বোকো হারামের হাতেই অপহৃত হয়েছিল ছাত্রীরা।

বোকো হারামের হাতেই অপহৃত হয়েছিল ছাত্রীরা।

সংবাদ সংস্থা
দুবাই শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৭ ০৩:৩৭
Share: Save:

দেখতে দেখতে কেটে গিয়েছে তিনটে বছর। এখনও ঘরে ফেরা হয়নি চিবকের অপহৃত স্কুলছাত্রীদের। কোথায়, কী ভাবে দিন কাটছে তাঁদের? কেমনই বা আছেন তাঁদের পরিজনেরা? আন্তর্জাতিক একটি সংগঠনের ডাকা অনুষ্ঠানে এমনই প্রশ্ন ফের তুলে আনলেন তাঁদেরই এক সহপাঠী।

২০১৪ সাল। নাইজিরিয়ার বার্নো রাজ্যের চিবক শহরের একটি সরকারি স্কুলে হামলা চালায় বোকো হারাম জঙ্গি গোষ্ঠী। বইপত্তর, ক্লাস জ্বালিয়ে তছনছ করে দেয় গোটা স্কুল। বন্দুকের মুখে জোর করে অপহরণ করে অসংখ্য ছাত্রীকে। মাস তিনেকের মধ্যে ৫৭ জন জঙ্গিদের ডেরা থেকে পালিয়ে আসতে পারলেও এখনও বোকো হারামের কবলে আটকে রয়েছেন অন্তত ১৯৫ জন। গত বছর আরও ২১ জন পালিয়ে এসেছেন। আগামী মাসে ওই ভয়াবহ ঘটনার তিন বছর পূর্তি। সম্প্রতি দুবাইতে সেই নিয়ে একটি সম্মেলনের আয়োজন করেছিল আন্তর্জাতিক একটি সংগঠন।

কোনও ভাবে জঙ্গিদের কবল থেকে পালিয়ে এসেছিলেন সায়া। নিজের পরিচয় গোপন রাখতে আসল নাম আর ব্যবহার করেন না। নিজে বাঁচলেও বন্ধু-সহপাঠীদের কথা ভেবে এখনও একই রকম শঙ্কিত তিনি। ওই অনুষ্ঠানে বারবার সে কথাই বলেছেন সায়া— ‘‘যাঁরা আটকে রয়েছেন, তাঁরাও মানুষই। কোনও ভাবে ভুলে যাওয়ার মতো বিষয় আদৌ নয়।!’’

আরও পড়ুন: ইরানের পাল্টা! ১৫টি মার্কিন সংস্থার বিরুদ্ধে জারি হচ্ছে নিষেধাজ্ঞা

সায়ার আশঙ্কা, বোকো হারামের হাতে বন্দি বাকি বন্ধুদের জীবনে আর কোনও স্বপ্ন পূরণের জায়গা অক্ষত নেই। ভবিষ্যৎ বলেও কিছু বাকি নেই আর। সায়া জানালেন, র‌্যাচেল নামে তাঁর আর এক বন্ধুর কথা, যাঁর বাবা ও দাদাকে তাঁর চোখের সামনেই গুলি করে খুন করে বোকো হারাম জঙ্গিরা।

সায়া ও র‌্যাচেলের এখন একটাই প্রার্থনা— যে ভাবেই হোক, সুস্থ ভাবে পরিবারের কাছে, স্বাভাবিক জীবনে ফিরুক বন্ধু-সহপাঠীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Boko Haram Students Chibok
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE