Advertisement
০৬ ডিসেম্বর ২০২৫
International News

উড়ন্ত গাড়ি আসতে চলেছে ২০২০ সালে, ব্রিটেনে বুকিং-ও শুরু

যানজট নিয়ে বিরক্ত? অফিস পৌঁছতে বা প্রয়োজনীয় কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে? আর এ সব নিয়ে ভাবতে হবে না। এ বার ফ্লাইং কার নিয়ে আসছে ব্রিটেনের ডাচ সংস্থা পিএএল-ভি ইন্টারন্যাশনাল। কেমন হবে এই গাড়ি? কী-ই বা এর বিশেষত্ব জেনে নেওয়া যাক।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮ ১৭:১৭
Share: Save:
০১ ১১
যানজট নিয়ে বিরক্ত? অফিস পৌঁছতে বা প্রয়োজনীয় কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে? আর এ সব নিয়ে ভাবতে হবে না। এ বার ফ্লাইং কার নিয়ে আসছে ব্রিটেনের ডাচ সংস্থা পিএএল-ভি ইন্টারন্যাশনাল। কেমন হবে এই গাড়ি? কী-ই বা এর বিশেষত্ব জেনে নেওয়া যাক।

যানজট নিয়ে বিরক্ত? অফিস পৌঁছতে বা প্রয়োজনীয় কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে? আর এ সব নিয়ে ভাবতে হবে না। এ বার ফ্লাইং কার নিয়ে আসছে ব্রিটেনের ডাচ সংস্থা পিএএল-ভি ইন্টারন্যাশনাল। কেমন হবে এই গাড়ি? কী-ই বা এর বিশেষত্ব জেনে নেওয়া যাক।

০২ ১১
২০২০-র মধ্যেই বাজারে আসতে চলেছে এই গাড়ি। তবে প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। সংস্থা সূত্রে খবর, প্রথম দিকে ব্রিটেনে, ইউরোপ ও আমেরিকায় বিক্রি করা হবে এই গাড়ি।

২০২০-র মধ্যেই বাজারে আসতে চলেছে এই গাড়ি। তবে প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। সংস্থা সূত্রে খবর, প্রথম দিকে ব্রিটেনে, ইউরোপ ও আমেরিকায় বিক্রি করা হবে এই গাড়ি।

০৩ ১১
তিন চাকার গাড়ি এটি। চলবে পেট্রোলে। জ্বালানি ধারণ ক্ষমতা ১০০ লিটার।

তিন চাকার গাড়ি এটি। চলবে পেট্রোলে। জ্বালানি ধারণ ক্ষমতা ১০০ লিটার।

০৪ ১১
সড়কপথে সর্বাধিক দূরত্ব অতিক্রম করবে ১৩১৫ কিলোমিটার। আর আকাশপথে ৪৮২ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারবে।

সড়কপথে সর্বাধিক দূরত্ব অতিক্রম করবে ১৩১৫ কিলোমিটার। আর আকাশপথে ৪৮২ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারবে।

০৭ ১১
সড়কপথে গাড়িটি সর্বোচ্চ গতি ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। সেখানে আকাশপথে এর গতি হবে ঘণ্টায় ১৮০ কিলোমিটার।

সড়কপথে গাড়িটি সর্বোচ্চ গতি ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। সেখানে আকাশপথে এর গতি হবে ঘণ্টায় ১৮০ কিলোমিটার।

০৮ ১১
ড্রাইভ মোড থেকে হেলিকপ্টার মোডে নিয়ে যেতে সময় লাগবে মাত্র ১০ মিনিট।

ড্রাইভ মোড থেকে হেলিকপ্টার মোডে নিয়ে যেতে সময় লাগবে মাত্র ১০ মিনিট।

০৯ ১১
৩৫০০ মিটার অর্থাত্ প্রায় সাড়ে ১১ হাজার ফুট উঁচু দিয়ে ওড়ার সর্বোচ্চ ক্ষমতা রয়েছে এই গাড়ির।

৩৫০০ মিটার অর্থাত্ প্রায় সাড়ে ১১ হাজার ফুট উঁচু দিয়ে ওড়ার সর্বোচ্চ ক্ষমতা রয়েছে এই গাড়ির।

১০ ১১
পিএএল-ভি জানিয়েছে, ব্রিটেনে এই গাড়ি চালানোর জন্য নিয়ম থাকবে। ইউরোপীয় বিমান সুরক্ষা এজেন্সির যা নিয়ম, এই গাড়িটি সেই নিয়মের আওতায় থাকবে।

পিএএল-ভি জানিয়েছে, ব্রিটেনে এই গাড়ি চালানোর জন্য নিয়ম থাকবে। ইউরোপীয় বিমান সুরক্ষা এজেন্সির যা নিয়ম, এই গাড়িটি সেই নিয়মের আওতায় থাকবে।

১১ ১১
টেক-অফের জন্য গাড়িটির ৩৩০ মিটার জায়গা লাগবে।

টেক-অফের জন্য গাড়িটির ৩৩০ মিটার জায়গা লাগবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy