Advertisement
০৩ মে ২০২৪

এক বছর পর মৃত সন্তানদের ‘ফিরে’ পেলেন বাবা, মা

সে দিন ছিল ছোট্ট কাইলির পাঁচ বছরের জন্মদিন। মা লোরি, দিদা সিন্ডি, দুই ছোট বোন কেটি ও এমার সঙ্গে গাড়িতে কার্নিভালে যাচ্ছিল পুঁচকে কাইলি। চিড়িয়াখানা, ফেয়ারগ্রাউন্ডে রাইড, বার্থডে বয় কাইলির দিনটা হতে চলেছিল স্বপ্নের মতো। হঠাত্ই জীবন্ত বিভীষিকার মতো ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় গাড়ি। এক লহমায় শেষ হয়ে যায় স্বপ্ন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৫ ১৩:৫১
Share: Save:

সে দিন ছিল ছোট্ট কাইলির পাঁচ বছরের জন্মদিন। মা লোরি, দিদা সিন্ডি, দুই ছোট বোন কেটি ও এমার সঙ্গে গাড়িতে কার্নিভালে যাচ্ছিল পুঁচকে কাইলি। চিড়িয়াখানা, ফেয়ারগ্রাউন্ডে রাইড, বার্থডে বয় কাইলির দিনটা হতে চলেছিল স্বপ্নের মতো। হঠাত্ই জীবন্ত বিভীষিকার মতো ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় গাড়ি। এক লহমায় শেষ হয়ে যায় স্বপ্ন।

বাব ক্রিস যখন ফোন পেয়ে হাসপাতালে পৌঁছন, তত ক্ষণে সব শেষ। মৃত্যুর কোলে ঢলে পড়েছে কেটি, এমা। ধীরে ধীরে ওঠানামা করছিল কাইলির বুক। বাঁচার কোনও আশা নেই। করুণ হাতে নিজেরাই লাইফ সেভিং মেশিন বন্ধ করেছিলেন মা, বাবা। ছোট্ট তিনটে কফিনের সামনে বসে ক্রিস-লোরি একে অপরকে প্রমিস করে যাই ঘটুক। তাঁরা আত্মহত্যা করবেন না।

এর পর থেকে দিনগুলো বন্ধ ঘরেই কাটছিল। আশেপাশের বাচ্চাদের কলকল, হাসি, খেলার আওয়াজ শুনলেই বুকের ভিতর যেন শুরু হয়ে যেত রক্তপাত। ইচ্ছা, স্বপ্ন সম্বল করে বছর খানেক পর আবার তাঁরা পা বাড়ান ফার্টিলিটি ক্লিনিকের দিকে।

মিরাকল যেন অপেক্ষা করেই ছিল। একটা নয়। লোরি-ক্রিসের কোল আলো করে এল তিনটি সন্তান। আবারও দুই মেয়ে, এক ছেলে। অ্যাশলে, এলি ও জেককে নিয়ে আবার ভরা সংসার লোরি-ক্রিসের। তাঁরা জানেন কোনও দিনই ফিরবে না কাইলি, কেটি, এমা। তাই ক্রিসমাস উদ্‌যাপনে তাঁরা পিকনিকে গেলেন গোরস্থানে। একমাত্র ওখানেই যে এক সঙ্গে হতে পারে গোটা পরিবার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kyle miracle international Lori Chris
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE