Advertisement
০২ মে ২০২৪
International News

রোবট পরে এ বার হাঁটাও যাবে

শিরদাঁড়ার চোট বা স্ট্রোকের ফলে যাঁরা ভাল করে হাঁটতে পারেন না তাঁদের জন্য সুখবর। এ বার রোবট ‘পরে’ নিলেই হল। ফের হাঁটতে পারবেন তাঁরা। চিনের এক সংস্থা এমনই এক রোবট তৈরি করেছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৭ ১৭:৫২
Share: Save:

শিরদাঁড়ার চোট বা স্ট্রোকের ফলে যাঁরা ভাল করে হাঁটতে পারেন না তাঁদের জন্য সুখবর। এ বার রোবট ‘পরে’ নিলেই হল। ফের হাঁটতে পারবেন তাঁরা। চিনের এক সংস্থা এমনই এক রোবট তৈরি করেছে। গত মাসের গোড়ায় সাংহাইয়ে এক অনুষ্ঠানে আত্মপ্রকাশ করেছে ওই রোবট। যদিও প্রাথমিক পরীক্ষায় সাফল্য মিলেছে, তবে বছর দুয়েকের মধ্যেই তা বাজারে ছাড়া হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

আরও পড়ুন

একাধিক চিনা সামরিক পরিকাঠামোর বিপদ বাড়িয়ে আরও শক্তিশালী ব্রহ্মস

চিনের স্টার্টআপ সংস্থা ফুরিয়ের ইন্টেলিজেন্স-এর সিইও জু জিয়ে জানিয়েছেন, এই নয়া রোবটের নাম রাখা হয়েছে ‘ফুরিয়ের এক্স-১’। তাঁর আশ্বাস, এর দাম বাজারচলতি এ ধরনের অন্যান্য রোবটের থেকে অনেক কম হবে। বর্তমানে ইজরায়েলের ‘রি-মেড’ বা জাপানের ‘সাইবারডাইন’-এর মতো রোবট বিকোচ্ছে যথাক্রমে ৮৭ হাজার এবং ১ লাখ ৪৫ হাজার মার্কিন ডলারে। তবে চিনা মুদ্রায় ‘ফুরিয়ের এক্স-১’-এর দাম শেষমেশ কত হবে তা এখনও জানায়নি সংস্থা।

আরও পড়ুন

৯৬ হাজার টাকার পুরনো নোট, মায়ের সঞ্চয় জলে, বিপাকে অনাথ সন্তানেরা!

রোবট পরে এ ভাবেই সিঁড়ি বেয়ে ওঠা যাবে। প্রতীকী ছবি।

সংস্থার তরফে জানানো হয়েছে, ‘ফুরিয়ের এক্স-১’-এ রয়েছে চারটি মোটর। দু’টি মোটর রোবটের কোমরে ও বাকি দু’টি হাঁটুতে। এই রোবট পরে যাতে সহজেই বসা, হাঁটাচলা বা সিঁড়ি বেয়ে ওঠানামা করা যায় সে পরীক্ষাই চালাচ্ছে সংস্থা। মোটরের মতোই চারটি ব্যাটারির সাহায্যে এই রোবট পরে সাত ঘণ্টা কাজকর্ম করা যাবে বলে ওই সংস্থার দাবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Disabled People Wearable Robot China
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE