Advertisement
১৬ জানুয়ারি ২০২৬
Photography

বিশ্বের যে সব জায়গায় পর্যটকদের ছবি তোলা নিষিদ্ধ

ফ্রেমে নয়, মনে রাখুন। কারণ এই সব জায়গায় ছবি তোলা সম্পূর্ণ নিষেধ। ফোটোগ্রাফি প্রোহিবিটেড।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৮ ১৩:১১
Share: Save:
০১ ১৩
কোথাও বেড়াতে গেলে প্রথমেই যেটা মনে আসে, তা হল ছবি তুলে রাখা। কিন্তু জানেন কি, এমনও অনেক জায়গা রয়েছে, যেখানে বেড়াতে যাওয়া যায়, কিন্তু ছবি তোলা একেবারেই মানা। তুললে শাস্তি থেকে জরিমানাও হতে পারে। দেখে নেওয়া যাক এমনই কিছু জায়গা।

কোথাও বেড়াতে গেলে প্রথমেই যেটা মনে আসে, তা হল ছবি তুলে রাখা। কিন্তু জানেন কি, এমনও অনেক জায়গা রয়েছে, যেখানে বেড়াতে যাওয়া যায়, কিন্তু ছবি তোলা একেবারেই মানা। তুললে শাস্তি থেকে জরিমানাও হতে পারে। দেখে নেওয়া যাক এমনই কিছু জায়গা।

০২ ১৩
মাইকেল অ্যাঞ্জেলোর ডেভিডের মূর্তি: ইতালির ফ্লোরেন্সে রয়েছে এই মূর্তিটি। অসামান্য এই সৃষ্টির দিক থেকে চোখ ফেরানো যায় না, কিন্তু ছবি তুলতে গেলেই? না! রক্ষী এসে একেবারে চেপে ধরবে আপনাকে।

মাইকেল অ্যাঞ্জেলোর ডেভিডের মূর্তি: ইতালির ফ্লোরেন্সে রয়েছে এই মূর্তিটি। অসামান্য এই সৃষ্টির দিক থেকে চোখ ফেরানো যায় না, কিন্তু ছবি তুলতে গেলেই? না! রক্ষী এসে একেবারে চেপে ধরবে আপনাকে।

০৩ ১৩
চিনের জিয়াংসু ন্যাশনাল সিকিউরিটি মিউজিয়াম: চিনের নাগরিক ছাড়া এখানে এমনিতেই প্রবেশ করা যায় না। যদিও বা কোনও ভাবে অনুমতি জোগাড় করে প্রবেশ করতে পারলেন, কিন্তু ছবি তোলা একেবারেই নিষেধ এখানে। ১৯২৭ সাল থেকে যাবতীয় ‘স্পাইং ইক্যুইপমেন্টস’ ও নজরদারির যন্ত্রপাতি রাখা রয়েছে এখানে।

চিনের জিয়াংসু ন্যাশনাল সিকিউরিটি মিউজিয়াম: চিনের নাগরিক ছাড়া এখানে এমনিতেই প্রবেশ করা যায় না। যদিও বা কোনও ভাবে অনুমতি জোগাড় করে প্রবেশ করতে পারলেন, কিন্তু ছবি তোলা একেবারেই নিষেধ এখানে। ১৯২৭ সাল থেকে যাবতীয় ‘স্পাইং ইক্যুইপমেন্টস’ ও নজরদারির যন্ত্রপাতি রাখা রয়েছে এখানে।

০৪ ১৩
লন্ডনের জুয়েল হাউস: চোখ ধাঁধানো সৌন্দর্য, কিন্তু ছবি তুলতে পারবেন না একেবারেই। মণিমানিক্য দিয়ে মোড়া এই মুকুটটি লন্ডন টাওয়ারের মিউজিয়ামে ‘বম্বপ্রুফ গ্লাস’ দিয়ে ঘিরে রাখা রয়েছে।

লন্ডনের জুয়েল হাউস: চোখ ধাঁধানো সৌন্দর্য, কিন্তু ছবি তুলতে পারবেন না একেবারেই। মণিমানিক্য দিয়ে মোড়া এই মুকুটটি লন্ডন টাওয়ারের মিউজিয়ামে ‘বম্বপ্রুফ গ্লাস’ দিয়ে ঘিরে রাখা রয়েছে।

০৫ ১৩
উত্তর কোরিয়া কুমসুসান প্যালেস অফ সানে ছবি তোলা নিষেধ তো বটেই। এমনকি বেড়াতে গিয়ে গাইডের অনুমতি ছাড়া অন্য কোথাও ছবি তুলতে পারবেন না। নাগরিকদের হেঁটে যাওয়ার মতো সাধারণ ছবি তোলাও মারাত্মক অপরাধ এ দেশে।

উত্তর কোরিয়া কুমসুসান প্যালেস অফ সানে ছবি তোলা নিষেধ তো বটেই। এমনকি বেড়াতে গিয়ে গাইডের অনুমতি ছাড়া অন্য কোথাও ছবি তুলতে পারবেন না। নাগরিকদের হেঁটে যাওয়ার মতো সাধারণ ছবি তোলাও মারাত্মক অপরাধ এ দেশে।

০৬ ১৩
রোমের সিস্টিন চ্যাপেল: শুধুমাত্র ধর্মীয় কোনও কারণে এখানে ছবি তোলা মানা তা নয়। জাপানের একটি নেটওয়ার্ক সংস্থা ২০ বছর ধরে সংরক্ষণের কাজ করছে এখানে। ছবি ও ভিডিও তোলার কপিরাইট শুধুমাত্র তাদের।

রোমের সিস্টিন চ্যাপেল: শুধুমাত্র ধর্মীয় কোনও কারণে এখানে ছবি তোলা মানা তা নয়। জাপানের একটি নেটওয়ার্ক সংস্থা ২০ বছর ধরে সংরক্ষণের কাজ করছে এখানে। ছবি ও ভিডিও তোলার কপিরাইট শুধুমাত্র তাদের।

০৭ ১৩
অস্ট্রেলিয়ার উলুরু কাটা-জুটা ন্যাশনাল পার্ক: কোনওরকম বাণিজ্যিক কারণে আয়ার্স রকের ছবি তোলা একেবারেই যাবে না। অনুমতি নিয়ে ছবি তুললেও তা দেওয়া যাবে না কোনও রকম সোশ্যাল মিডিয়াতে।

অস্ট্রেলিয়ার উলুরু কাটা-জুটা ন্যাশনাল পার্ক: কোনওরকম বাণিজ্যিক কারণে আয়ার্স রকের ছবি তোলা একেবারেই যাবে না। অনুমতি নিয়ে ছবি তুললেও তা দেওয়া যাবে না কোনও রকম সোশ্যাল মিডিয়াতে।

০৮ ১৩
মিশরের ভ্যালি অফ দ্য কিংস: সমাধিক্ষেত্রটি ঘুরে দেখুন। কোনও অসুবিধা নেই। কিন্তু যদি ক্যামেরা হাতে কিংবা ছবি তুলতে আপনাকে কেউ দেখে ফেলে, তৎক্ষণাৎ ক্যামেরা কেড়ে নেওয়া হবে। দিতে হবে ১১৫ ডলার জরিমানা।

মিশরের ভ্যালি অফ দ্য কিংস: সমাধিক্ষেত্রটি ঘুরে দেখুন। কোনও অসুবিধা নেই। কিন্তু যদি ক্যামেরা হাতে কিংবা ছবি তুলতে আপনাকে কেউ দেখে ফেলে, তৎক্ষণাৎ ক্যামেরা কেড়ে নেওয়া হবে। দিতে হবে ১১৫ ডলার জরিমানা।

০৯ ১৩
জাপানের শিঞ্জুকোর গোল্ডেন গাই: টোকিওয় নাইট আউটের অন্যতম সেরা জায়গা। ছোট ছোট গলি, আর তার মাঝেই প্রায় ২৯০টি পানশালা। একটা পানশালা রয়েছে যাতে ছ’জনের বেশি বসাও যায় না এক সঙ্গে। তবে ছবি তোলা নিষেধ।

জাপানের শিঞ্জুকোর গোল্ডেন গাই: টোকিওয় নাইট আউটের অন্যতম সেরা জায়গা। ছোট ছোট গলি, আর তার মাঝেই প্রায় ২৯০টি পানশালা। একটা পানশালা রয়েছে যাতে ছ’জনের বেশি বসাও যায় না এক সঙ্গে। তবে ছবি তোলা নিষেধ।

১০ ১৩
লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবে: উৎসাহীরা এখানে এসে ছবি তুললে শান্তি বিঘ্নিত হবে, এমনটাই মনে করেন গির্জা কর্তৃপক্ষ। তাই ছবি তোলা মানা। তবে গির্জার নিজের ওয়েবসাইট থেকে ছবি ডাউনলোড করা যাবে।

লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবে: উৎসাহীরা এখানে এসে ছবি তুললে শান্তি বিঘ্নিত হবে, এমনটাই মনে করেন গির্জা কর্তৃপক্ষ। তাই ছবি তোলা মানা। তবে গির্জার নিজের ওয়েবসাইট থেকে ছবি ডাউনলোড করা যাবে।

১১ ১৩
সুইৎজ়ারল্যান্ডের সেন্ট গলের লাইব্রেরি: বিশ্বের অন্যতম প্রাচীন পাঠাগারে ১০০০ খ্রিষ্টাব্দের বইয়ের পাণ্ডুলিপিও রয়েছে। ছবি তোলা তো একেবারেই মানা লাইব্রেরির ভিতরে, শক্ত জুতো পরেও প্রবেশ নিষেধ।

সুইৎজ়ারল্যান্ডের সেন্ট গলের লাইব্রেরি: বিশ্বের অন্যতম প্রাচীন পাঠাগারে ১০০০ খ্রিষ্টাব্দের বইয়ের পাণ্ডুলিপিও রয়েছে। ছবি তোলা তো একেবারেই মানা লাইব্রেরির ভিতরে, শক্ত জুতো পরেও প্রবেশ নিষেধ।

১২ ১৩
আমস্টারডামের রেড লাইট ডিস্ট্রিক্ট: ঘুরে দেখতেই পারেন পর্যটকরা। তবে ছবি তোলা নিষেধ। মোবাইলেও নয়। কারণ এখানকার বাসিন্দারা অনুমতি দেন না। আইনে কোনও বাধা নেই। তবে ছবি তুললে শাস্তি দেবেন স্থানীয়রাই!

আমস্টারডামের রেড লাইট ডিস্ট্রিক্ট: ঘুরে দেখতেই পারেন পর্যটকরা। তবে ছবি তোলা নিষেধ। মোবাইলেও নয়। কারণ এখানকার বাসিন্দারা অনুমতি দেন না। আইনে কোনও বাধা নেই। তবে ছবি তুললে শাস্তি দেবেন স্থানীয়রাই!

১৩ ১৩
আলজিরিয়া: অনুমতি ছাড়া এখানে কারও ছবি তোলা যাবে না। বিশেষ করে কোনও মহিলা বা শিশুর ছবি তুলতে হলে অনুমতি নিতে হবে তাঁর অভিভাবক কিংবা স্বামীর।

আলজিরিয়া: অনুমতি ছাড়া এখানে কারও ছবি তোলা যাবে না। বিশেষ করে কোনও মহিলা বা শিশুর ছবি তুলতে হলে অনুমতি নিতে হবে তাঁর অভিভাবক কিংবা স্বামীর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy