Advertisement
E-Paper

এই তাসের মাঝখানে একটা আট আছে, দেখেছেন কখনও?

সম্প্রতি তাস নিয়ে লিভারপুলের এক ব্যক্তির করা একটি টুইট ভাইরাল হল নেট দুনিয়ায়। 

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৮ ০৮:৫৯
এই ছবিটি ভাইরাল হয়েছে টুইটারে।

এই ছবিটি ভাইরাল হয়েছে টুইটারে।

তাস খেলতে হয়ত অনেকেই জানেন না। তা বলে হাতে তাস নিয়ে নেড়েচেড়ে দেখেননি, এরকম খুব কম জনই আছেন। সম্প্রতি তাস নিয়ে লিভারপুলের এক ব্যক্তির করা একটি টুইট ভাইরাল হল নেট দুনিয়ায়।

ইংল্যান্ডের লিভারপুলের এক বাসিন্দা টুইটে একটি তাসের ছবি পোস্ট করেছেন। তাসটি হল রুইতনের (ডায়মন্ড) আট।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘'কত বছর বয়সে রুইতনের আট তাসটির মধ্যে আট সংখ্যাটি আপনি প্রথম বারের জন্য দেখেছেন?’’

এর পরই টুইটার ব্যবহারকারী @PlinketyPlink-এর এই টুইট ভেসে গেছে লাইক ও কমেন্টের বন্যায়। ৩৭ হাজার রিটুইটের পাশাপাশি ইতিমধ্যেই ১ লক্ষ ২২ হাজার লাইক পড়েছে তাস নিয়ে করা এই পোস্টে।

আরও পড়ুন: এসে গেল স্যামসাং গ্যালাক্সি এ৯, বিশ্বের প্রথম স্মার্টফোন যাতে আছে ৬টি ক্যামেরা​

রুইতনের আট তাসটিতে আটটি লাল রঙের ডায়মন্ডের মধ্যে ইংরেজির আট সংখ্যাটি দেখা এক ধরনের দৃষ্টিভ্রম ছাড়া আর কিছুই নয়। আর এই দৃষ্টিভ্রমকে কাজে লাগিয়েই বাজিমাত করেছে এই পোস্টটি।

What age were you when you first saw the 8 in the middle of the 8 of diamonds? 😯 pic.twitter.com/GjRLkyl7Vu

পোস্টের কমেন্টে অনেকে লিখেছেন, তাঁরা সারা জীবন তাস খেললেও বিষয়টি লক্ষ্য করেননি। কেউ অনেক চেষ্টা করেও আট সংখ্যাটি খুঁজে পাননি।

ইতিহাসের পাতায় আজকের তারিখ, দেখতে ক্লিক করুন — ফিরে দেখা এই দিন

অনেকে তাসের মধ্যে আট সংখ্যাটি ভিন্ন রঙের কালি দিয়ে চিহ্নিতও করেছেন।

আরও পড়ুন: বৈশাখী বিতর্কে শেষ পর্যন্ত সরতেই হল শোভনকে​

তাসের বিভিন্ন খেলার মতোই তাসের মধ্যে সংখ্যা খোঁজার খেলা যে লোকের মনে ধরেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। আপনিও দেখুন তো ছবিতে আট সংখ্যাটি খুঁজে পান কি না।

আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক চুক্তি, আন্তর্জাতিক বিরোধ, আন্তর্জাতিক সংঘর্ষ- সব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর জানতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।

Viral Viral Post Twitter Social Media Card Games
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy