টাইটানিকের একটি বিরল ছবি লন্ডনে নিলামে উঠবে আগামী ২২ এপ্রিল। ব্রিটেনের সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশে যাত্রা করার অল্প ক’দিন আগে ১৯১২ সালের ৯ এপ্রিল তোলা এই ছবিটি এতই ঝকঝকে যে জাহাজে কেউ জানলা মুছছেন, তা-ও স্পষ্ট দেখা যাচ্ছে। মনে করা হচ্ছে, সে যুগের আধুনিকতম গ্লাস ক্যামেরায় তোলা হয়েছিল এটি। সে বছর ১৪ এপ্রিল জাহাজটি ডুবে যাওয়ার এক মাস পরই ছবিটির মালিক জি এ প্র্যাট সেটি বিক্রি করে দেন। আশা করা হচ্ছে নিলামে এর দাম উঠবে অন্তত ৮ হাজার পাউন্ড (প্রায় সাড়ে ছ’লক্ষ টাকা)। একই সঙ্গে নিলাম হবে খুবই বিরল সোনার পদক। ডুবন্ত টাইটানিক থেকে ৭০৫ জনকে বাঁচানোর জন্য এইচ এ ডিন নামে এক নাবিককে এটি দেওয়া হয়েছিল। এমন পদক পান মাত্র ১৪ জন। সেগুলির খুব কমই নিলাম-বাজারে এসেছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy