Advertisement
০৫ মে ২০২৪

বৈঠক হবেই, আশ্বাস ট্রাম্পের

আগামী ১২ জুন সিঙ্গাপুরে কিম জং উনের সঙ্গে তাঁর বৈঠক হচ্ছেই, জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার উত্তর কোরিয়ার শাসক কিমের কাছ থেকে চিঠি নিয়ে হোয়াইট হাউস পৌঁছন সে দেশের ভাইস চেয়ারম্যান কিম ইয়ং চোল। সেই চিঠি পড়েই ট্রাম্প জানিয়ে দেন, বৈঠক হবেই।

করমর্দন: উত্তর কোরিয়ার ভাইস চেয়ারম্যান কিম ইয়ং চোলের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে বৈঠক সেরে বেরিয়ে আসার পরে। ছবি: এএফপি।

করমর্দন: উত্তর কোরিয়ার ভাইস চেয়ারম্যান কিম ইয়ং চোলের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে বৈঠক সেরে বেরিয়ে আসার পরে। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ০২ জুন ২০১৮ ০২:৪৮
Share: Save:

আগামী ১২ জুন সিঙ্গাপুরে কিম জং উনের সঙ্গে তাঁর বৈঠক হচ্ছেই, জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার উত্তর কোরিয়ার শাসক কিমের কাছ থেকে চিঠি নিয়ে হোয়াইট হাউস পৌঁছন সে দেশের ভাইস চেয়ারম্যান কিম ইয়ং চোল। সেই চিঠি পড়েই ট্রাম্প জানিয়ে দেন, বৈঠক হবেই।

বুধবার রাতে নিউ ইয়র্কে মার্কিন বিদেশসচিব মাইক পম্পেয়োর সঙ্গে বৈঠক করেছিলেন কিম ইয়ং চোল। পরে পম্পেয়ো টুইট করেন, ‘‘বৈঠক ভালই হয়েছে।’’ এর পরেও কিছুটা জল্পনা জিইয়ে রেখেছিলেন ট্রাম্প। বৃহস্পতিবার বলেছিলেন, একটা বৈঠকেই সব সমস্যা মিটে যাবে বলে করেন না তিনি। উত্তর কোরিয়াকে পুরোপুরি পরমাণু অস্ত্রহীন করা সম্ভব কি না, সেই প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘‘মনে হচ্ছে, একটা, দু’টো বা তিনটে বৈঠকেও সমস্যা মিটবে না। তবে কখনও না কখনও উদ্দেশ্য সফল হবেই।’’

গত সপ্তাহে একটি চিঠি দিয়ে কিমের সঙ্গে ১২ তারিখের বৈঠক বাতিলের কথা জানান ট্রাম্প। বলেন, উত্তর কোরিয়ার আচরণই তাঁকে এই পদক্ষেপে বাধ্য করছে। তবে কিম মনোভাব পরিবর্তন করলে ফোন করতে বা চিঠি পাঠাতে পারেন তিনি। কিন্তু একই সঙ্গে বৈঠক নিয়ে সদর্থক ইঙ্গিত জারি রাখেন ট্রাম্প। এ দিকে কিম শুক্রবার এক প্রস্ত জলঘোলা করে বসেন। পিয়ংইয়্যাং-এ সফররত রাশিয়ায় বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে কথা বলেন তিনি। বৈঠকে উত্তর কোরিয়ার শাসক আমেরিকার ‘দাদাগিরি’ নিয়ে উষ্মা প্রকাশ করেন বলেও শোনা যায়।

কিন্তু আজ পরে কিমের চিঠি পেয়ে ট্রাম্প সন্তোষ প্রকাশ করেছেন বলেই খবর। সেই সঙ্গে জানিয়েছেন, উত্তর কোরিয়ার সঙ্গে হোয়াইট হাউস যে প্রক্রিয়া চালাচ্ছে, তা শেষ পর্যন্ত সফল হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE