Advertisement
০২ মে ২০২৪
নিহত বেড়ে ৪৩

তুরস্কে জাতীয় শোক, জঙ্গিযোগে ধৃত ১৩

পর্যটনের ভরা মরসুম। বিমানবন্দরে উপচে পড়া ভিড়। তবে সাদা পোশাকের পুলিশকর্মীদের চোখ এড়ায়নি ‘অন্য রকম পোশাকের’ এক যুবক! সহকর্মীকে মেসেজ করেছিলেন এক পুলিশকর্মী — ‘‘এই গরমেও ছেলেটা লেদার জ্যাকেট পরে ঘুরে বেড়াচ্ছে। মনে হচ্ছে চোর। পিছু নেওয়া উচিত?’’ উত্তর এসেছিল হ্যাঁ।

সংবাদ সংস্থা
ইস্তানবুল শেষ আপডেট: ০১ জুলাই ২০১৬ ০৩:৩২
Share: Save:

পর্যটনের ভরা মরসুম। বিমানবন্দরে উপচে পড়া ভিড়। তবে সাদা পোশাকের পুলিশকর্মীদের চোখ এড়ায়নি ‘অন্য রকম পোশাকের’ এক যুবক! সহকর্মীকে মেসেজ করেছিলেন এক পুলিশকর্মী — ‘‘এই গরমেও ছেলেটা লেদার জ্যাকেট পরে ঘুরে বেড়াচ্ছে। মনে হচ্ছে চোর। পিছু নেওয়া উচিত?’’ উত্তর এসেছিল হ্যাঁ।

আর তাই চোর-ধরতে এগিয়ে গিয়েছিলেন ওই পুলিশকর্মী। পরিচয়পত্র দেখতে চাওয়ায় নিচু হয়ে কিছু একটা বার করার চেষ্টা করেছিল ছেলেটা। তার জ্যাকেটের ভিতরে লুকোনো একে-৪৭-এর বুলেটে মুহূর্তে ঝাঁঝরা হয়ে যান ওই পুলিশকর্মী!

সেই শুরু। তার পর তিন জঙ্গির টানা ৪৫ মিনিটের বন্দুকবাজি আর মানববোমায় রক্তাক্ত হয়েছে ইস্তানবুলের আতাতুর্ক বিমানবন্দর!

নিহত ওই পুলিশকর্মীর মেসেজ আর বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। মঙ্গলবার রাতের ওই ঘটনায় নিহতের সংখ্যা ৪৩-এ পৌঁছেছে। প্রাথমিক তদন্তের পরে গোয়েন্দারা জানান, আত্মঘাতী জঙ্গিরা সকলেই ভিনদেশি। রাশিয়া, উজবেকিস্তান ও কিরগিজস্তানের বাসিন্দা। তবে তদন্তের খাতিরে ওই জঙ্গিদের নাম-ধাম কিছুই প্রকাশ করেনি পুলিশ। ঘটনাস্থল থেকে স্বয়ংক্রিয় রাইফেলের পাশাপাশি দু’টো গ্রেনেড এবং একটি হ্যান্ডগানও মিলেছে। এই বিপর্যয়ে এক দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান।

যদিও আতাতুর্ক হামলার ৪৮ ঘণ্টা পেরোলেও কোনও জঙ্গিগোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তুরস্কের প্রশাসন এবং গোয়েন্দা সূত্র অবশ্য এখনও মনে করছে, এই ঘটনা ঘটিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। সতর্কতা বাড়ানো হয়েছে শহর জুড়ে। কাল রাতে ইস্তানবুলের পেনডিক, বাসাকশির এবং সুলতানবেইলির ১৬টি এলাকায় তল্লাশি চালিয়ে ১৩ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছেন পুলিশ ও সন্ত্রাসদমন শাখার গোয়েন্দারা। তাদের মধ্যে তিন জন বিদেশি নাগরিক। পাশাপাশি পশ্চিম তুরস্কের সমুদ্র-শহর ইজমির থেকে জঙ্গিযোগের সন্দেহে আরও ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

তুরস্কের বিভিন্ন সংবাদ সংস্থা ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজে পাওয়া তিন জঙ্গির একটি ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে তিন জঙ্গিকেই। গায়ে কালো জ্যাকেট। দু’জনের মাথায় টুপি। মুখে হাসি। কিছু প্রতিবেদনে ওই তিন জনের এক জনকে রাশিয়ার বংশোদ্ভূত ওসমান ভাদিনভ বলে চিহ্নিত করে দাবি করা হয়েছে, ২০১৫ সালে সিরিয়া থেকে সীমান্ত পেরিয়ে তুরস্কে ঢুকে প়ড়েছিল সে। তবে পুলিশ বা প্রশাসন এই নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি। আজ পুলিশের তরফে জানানো হয়েছে, আতাতুর্ক-হামলায় নিহতদের মধ্যে ২৪ জন তুরস্কের নাগরিক। ৬ জন সৌদি আরবের ও ২ জন ইরাকের বাসিন্দা। এ ছাড়াও উজবেকিস্তান, ইরান, ইউক্রেনের এক জন করে নাগরিকের দেহ শনাক্ত করা গিয়েছে। তবে এখনও বেশ কয়েকটি দেহ শনাক্ত করা যায়নি।

নিরাপত্তার ঘেরাটোপে আতাতুর্ক বিমানবন্দরে কালই পরিষেবা আংশিক ভাবে চালু হয়েছে। তল্লাশি ও জঙ্গিযোগ সন্দেহে গ্রেফতারির পর আজ আরও আঁটোসাঁটো হয়েছে নিরাপত্তা। পাশাপাশি প্যারিস এবং ব্রাসেলসের কায়দায় কনসার্ট হল, পানশালা, মেট্রো স্টেশন আর বিমানবন্দরের মতো ব্যস্ত এলাকায় হামলার আশঙ্কায় গোটা ইউরোপ জুড়েই বাড়ানো হয়েছে নজরদারি। পর্যটনের মরসুমে ফ্রান্সের প্রতিটি সৈকতে সশস্ত্র পুলিশ পাহারা বসানো হবে বলে আজ জানিয়েছে প্রশাসন।

পাহা়রা বাড়লেও আশঙ্কার মেঘ যে কাটছে না আজ স্পষ্ট করে দিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র ডিরেক্টর জন ব্রেনান। ইস্তানবুলের ধাঁচে মার্কিন মুলুকেও আইএস হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Turkey Istanbul airport Terrorist Attack
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE