Advertisement
০৪ মে ২০২৪
Bangla News

এই দুই মার্কিন কিশোরের কাহিনী সিনেমাকেও হার মানাবে। জানেন কী করেছে তারা?

এ সব দৃশ্য সাধারণত আমরা সিনেমায় দেখতে অভ্যস্ত। কিন্তু বাস্তবে এ রকম ঘটনা ঘটিয়েছে আমেরিকার জেনসেনের দুই কিশোর

এই বিমানটিকে চুরি করে উড়িয়েছিল ওই দুই কিশোর

এই বিমানটিকে চুরি করে উড়িয়েছিল ওই দুই কিশোর

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৮ ১৬:১৩
Share: Save:

দু'জন গাড়ি নিয়ে ঢুকে পড়ল ব্যক্তিগত এয়ারস্ট্রিপে। চুরি করল ছোট বিমান। তারপর সেই বিমান উড়িয়ে চলে গেল নিজেদের পছন্দের জায়গায়। এ সব দৃশ্য সাধারণত আমরা সিনেমায় দেখতে অভ্যস্ত। কিন্তু বাস্তবে এ রকম ঘটনা ঘটিয়েছে আমেরিকার জেনসেনের দুই কিশোর।

উইন্টা কাউন্টির শেরিফ অফিস ফেসবুকে শেয়ার করেছে একটি পোস্ট। পোস্টটি ইতিমধ্যেই শেয়ার করেছেন প্রায় সাড়ে চারশো জন। সেই পোস্ট থেকেই জানা গিয়েছে ঘটনার বিস্তারিত বিবরণ।

তদন্তকারীরা জানিয়েছেন, ১৪ ও ১৫ বছর বয়সী দুই কিশোর একটি ট্রাক্টর নিয়ে ঢুকে পড়ে উইন্ট্রা কাউন্টির জেনসেন শহরের একটি ব্যক্তিগত এয়ারস্ট্রিপে। সেখান এক ইঞ্জিন বিশিষ্ট হাল্কা ওজনের একটি ছোট বিমান চুরি করে তারা। কৈশোরের উন্মাদনায় তাড়িত হয়ে তারা নিজেরাই চালাতে শুরু করে সেই বিমানটি। শেষমেশ ভার্নাল শহরের বিমান বন্দরে অবতরণ করে তারা।

আরও পড়ুন: উগ্র জাতীয়তাবাদের আগ্রাসনে খর্ব হচ্ছে ধর্মীয় স্বাধীনতা, প্রথম সারিতে ভারত, চিন

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জেনসেন শহরের পশ্চিম দিক থেকে উটাহ্ প্রদেশের দিকে একটি ছোট বিমানকে অনের কম উচ্চতায় উড়তে দেখেছেন। ভার্নাল বিমানবন্দরে অবতরণ করলে পুলিশ তাদের আটক করে। আপাতত ওই দুই কিশোরকে ভার্নাল শহরের স্‌প্লিট মাউন্টেন ইউথ ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।

আরও পড়ুন: জলস্তম্ভ ঝড় দেখেছেন কখনও? ভিডিয়োতে দেখুন তার রূপ

পুলিশ জানিয়েছে, ‘‘এই সপ্তাহ থেকেই ওই দুই কিশোর বাড়ি থেকে চলে এসে জেনসেন এলাকায় বন্ধুদের সঙ্গে থাকা শুরু করেছিল।’’ কী উদ্দেশ্যে এই ঘটনা তারা ঘটিয়েছে তা-ও জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

(সারা বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা নিয়েবাংলায় খবরপেতে চোখ রাখুন আমাদেরআন্তর্জাতিকবিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Utah Teen Steal Aircraft Facebook Viral
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE