Advertisement
০২ মে ২০২৪
Russia-Ukraine War

রুশ ট্যাঙ্কারে ড্রোন হামলা ইউক্রেনের

ইউক্রেনের তরফে এ দিনের হামলা নিয়ে সরকারি ভাবে কোনও মন্তব্য করা হয়নি। তবে একটি ব্রিটিশ সংবাদ সংস্থার দাবি, তাদের কাছে ইউক্রেনীয় বাহিনী জানিয়েছে, ফের সমুদ্র-ড্রোন ব্যবহার করা হয়েছে।

An image of Stamps

ইউক্রেনের প্রকাশিত সেই পোস্টাল স্ট্যাম্প। ছবি: সমাজমাধ্যম।

সংবাদ সংস্থা
মস্কো শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৩ ০৯:২০
Share: Save:

ফের রুশ জাহাজকে নিশানা করল ইউক্রেন। এক দিন আগেই দু’টি যাত্রিবিহীন নৌকার সাহায্যে রাশিয়ার নোভোরোসিস্ক নৌসেনা ঘাঁটিতে হামলার চেষ্টা করেছিল কিভের বাহিনী। নৌকাগুলি আসলে বিস্ফোরকবাহী ড্রোন। এ বারে ১১ জন নাবিককে নিয়ে কৃষ্ণসাগরের কের্চ প্রণালীতে ভাসমান রাশিয়ার একটি তেলের ট্যাঙ্কারে হামলা চালাল ইউক্রেনীয় বাহিনী। মস্কো জানিয়েছে, জাহাজের ইঞ্জিনের ঘরটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কারও মৃত্যু হয়নি বলে দাবি করেছে তারা।

ইউক্রেনের তরফে এ দিনের হামলা নিয়ে সরকারি ভাবে কোনও মন্তব্য করা হয়নি। তবে একটি ব্রিটিশ সংবাদ সংস্থার দাবি, তাদের কাছে ইউক্রেনীয় বাহিনী জানিয়েছে, ফের সমুদ্র-ড্রোন ব্যবহার করা হয়েছে। ন্যাভাল ড্রোন বা সমুদ্র ড্রোন হল আসলে ছোট যাত্রিবিহীন নৌকা। এগুলি কখন সমুদ্রের উপর ভাসমান থাকে, কখনও আবার জলের তলায় আড়ালে থেকে হামলা চালায়। কৃষ্ণসাগর ও আজভ সাগরকে সংযুক্ত করে কের্চ প্রণালী। এটি ক্রাইমিয়া ও ইউক্রেনকে আলাদা করে রেখেছে। সমুদ্রের এই অঞ্চলটি বাণিজ্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ। ব্রিটিশ সংবাদ সংস্থাটির দাবি, সাম্প্রতিক কালে এই অঞ্চলে এ ধরনের নৌকা-ড্রোনের সাহায্যে একাধিক হামলা চালিয়েছে ইউক্রেন। এ দিনের ঘটনাও তাই। ইউক্রেনের নৌবাহিনীর সঙ্গে নিরাপত্তা বাহিনী যৌথ ভাবে হামলা চালিয়েছে। ব্রিটিশ সংস্থাটি জানিয়েছে, ড্রোনটিতে ৪৫০ কেজি টিএনটি বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। ইউক্রেনীয় বাহিনী তাদের কাছে দাবি করেছে, ট্যাঙ্কারটি জ্বালানি ভর্তি ছিল। ফলে বড়সড় বিস্ফোরণ ঘটেছিল। অনেক দূর থেকে তারা আগুনের গোলা দেখতে পেয়েছে। তবে রাশিয়া কোনও ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেনি। তারা জানিয়েছে, ইঞ্জিনের ঘরটি শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। আগের দিনও রাশিয়া দাবি করেছিল, তাদের জাহাজ শেষমুহূর্তে ইউক্রেনের ড্রোনকে ধ্বংস করে দিয়েছে। যদিও কিভ তা মানেনি। হামলার প্রমাণ স্বরূপ তারা ভিডিয়ো প্রকাশ করে।

ইউক্রেন গত কাল একটি পোস্টাল স্ট্যাম্প প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে আমেরিকার এফ-১৬ যুদ্ধবিমান। পশ্চিমি শক্তির কাছে ইউক্রেন বারবার আবেদন জানিয়ে এসেছে, অবিলম্বে তাদের সাহায্য হিসেবে এফ-১৬ যুদ্ধবিমান দেওয়া হোক। ইউক্রেনের পোস্ট অফিসের তরফে জানানো হয়েছে, স্ট্যাম্পের নকশাটির নাম ‘এক্সটার্মিনেটর অব ইভিল’। এফ-১৬ বিমানের প্রয়োজনীয়তা বোঝাতেই এই স্ট্যাম্প প্রকাশ করা হয়েছে বলে জানা গিয়েছে। কিভের মূল পোস্ট অফিসে আজ কয়েকশো মানুষ ভিড় করেন স্ট্যাম্পটি কেনার জন্য। স্ট্যাম্পটিতে দেখানো হয়েছে, ক্রেমলিনের একটি টাওয়ারকে কুচিকুচি করে দিচ্ছে একটি কিচেন গ্রেটার। গ্রেটারের গর্তগুলি দেখতে এফ-১৬ যুদ্ধবিমানের মতো। স্ট্যাম্পের নকশাটি তৈরি করেছেন ইউক্রেনীয় ইলাস্ট্রেটর মাকসিম প্যালেনকো।

সংবাদ সংস্থা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE