Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Manipur Violence

কালো পোশাক চাপিয়ে সংসদে খড়্গে, ডেরেক, অধীররা! মণিপুরকাণ্ড নিয়ে ঐক্যবদ্ধ প্রতিবাদে ‘ইন্ডিয়া’

MPs from Opposition parties wear black dresses in Parliament on Thursday

সংসদ ভবনে কালো পোশাক পরে ‘ইন্ডিয়া’-স সাংসদেরা। ছবি: পিটিআই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৩ ১১:২৭
Share: Save:

বাদল অধিবেশনের ষষ্ঠ দিনে মণিপুরকাণ্ড নিয়ে অভিনব প্রতিবাদ দেখল সংসদ। মণিপুরকাণ্ডের প্রতিবাদে কালো পোশাক পরে বৃহস্পতিবার সংসদে এলেন বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সাংসদেরা।রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গে, লোকসভার বৃহত্তম বিরোধী দল কংগ্রেসের নেতা অধীর চৌধুরী, তৃণমূলের দুই কক্ষের নেতা ডেরেক ও’ব্রায়েন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ বিভিন্ন বিরোধী সাংসদেরা এই প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন বৃহস্পতিবার।

ডিএমকের টিআর বালুর মতো কয়েক জন বিরোধী সাংসদ সাধারণ পোশাক পরে এলেও প্রতিবাদ জানাতে পরেছিলেন কালো রঙের ‘আর্ম ব্যান্ড’। অধিবেশন শুরুর আগে গান্ধীমূর্তির নীচে দাঁড়িয়ে বিক্ষোভও দেখান তাঁরা। মণিপুরকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে স্লোগান তোলেন। উত্তর-পূর্বাঞ্চলের বিজেপি শাসিত রাজ্যে গত তিন মাস ধরে ধারাবাহিক হিংসা এবং নারী নির্যাতন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনও সংসদে কোনও বিবৃতি দেননি। অধীর বৃহস্পতিবার বলেন, ‘‘কালো পোশাক পরে প্রতিবাদের মাধ্যমে আমরা মণিপুরের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাইছি।’’

বৃহস্পতিবারেই প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধী শিবির। লোকসভার স্পিকার ওম বিড়লা এখনও অনাস্থা বিতর্কের দিনক্ষণ ঘোষণা করেননি। কিন্তু নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে কংগ্রেস এবং ভারত রাষ্ট্র সমিতির তরফে জমা দেওয়া দু’টি নোটিস গ্রহণ করে বৃহস্পতিবার বুঝিয়ে দিয়েছেন, চলতি বাদল অধিবেশনেই সংসদের নিম্নকক্ষে শক্তিপরীক্ষার মুখোমুখি হতে হবে প্রধানমন্ত্রীকে। এই আবহে বৃহস্পতিবার সরকার বিরোধিতার সুর আরও চড়ালো ‘ইন্ডিয়া’। তৃণমূল সাংসদ দোলা সেন বৃহস্পতিবার বলেন, ‘‘প্রধানমন্ত্রী পৃথিবীর সমস্ত বিষয় নিয়ে মুখ খোলেন। শুধু মণিপুর নিয়ে নীরব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE