IIM Indore Admission 2026

ম্যানেজমেন্ট-এ ইন্টিগ্রেটেড কোর্স! ভর্তির প্রবেশিকার দিন ঘোষণা করল আইআইএম ইনদওর

সিবিটি মাধ্যমে ইপম্যাট-এর আয়োজন করা হবে। পরীক্ষা চলবে দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত। দেশের ৩৯টি শহরে প্রবেশিকার আয়োজন করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ১৫:০৩
Share:

আইআইএম ইনদওর। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) ইনদওর থেকে ম্যানেজমেন্ট-এ ইন্টিগ্রেটেড কোর্স করার সুযোগ। প্রতিষ্ঠানে ইন্টিগ্রেটেড বিবিএ এবং এমবিএ কোর্সে ভর্তির জন্য প্রবেশিকা ইপম্যাট-এর আয়োজন করা হবে। সম্প্রতি এমন ঘোষণা করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, আগামী ২ ফেব্রুয়ারি থেকে প্রবেশিকার জন্য আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

আইআইএম ইনদওর-এর তরফে ইপম্যাট (ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট স্টাডিজ়) আয়োজন করা হবে আগামী ৪ মে। পরীক্ষার জন্য আগ্রহীরা নাম নথিভুক্ত করতে পারবেন ২ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত। চলতি বছরের প্রবেশিকার জন্য সংরক্ষিতদের ২,০৬৫ টাকা এবং অসংরক্ষিতদের ৪,১৩০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে।

৪ মে সিবিটি মাধ্যমে ইপম্যাট-এর আয়োজন করা হবে। পরীক্ষা চলবে দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত। দেশের ৩৯টি শহরে প্রবেশিকার আয়োজন করা হবে। পরীক্ষায় উত্তীর্ণদের এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কোর্সে ভর্তি নেওয়া হবে।

Advertisement

আগ্রহীদের এ জন্য দশম এবং দ্বাদশের পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। সংরক্ষিতদের প্রাপ্ত নম্বর হতে হবে ৫৫ শতাংশ। যাঁরা দ্বাদশের চূড়ান্ত পরীক্ষা দেবেন, তাঁরাও পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement