স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।
দেশের বিভিন্ন অঞ্চলে কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। বৃহস্পতিবার এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে। একাধিক শূন্যপদে আধিকারিক নিয়োগ করা হবে ব্যাঙ্কে। প্রার্থীরা এ জন্য অনলাইনে আবেদন জানাতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হবে বৃহস্পতিবার থেকেই।
ব্যাঙ্কে সার্কেল বেসড অফিসার (সিবিও) পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদের সংখ্যা ২,০৫০। বিভিন্ন সার্কেলের মধ্যে কলকাতা সার্কেলে রয়েছে ২০০টি শূন্যপদ। নিয়োগের পর কর্মীদের প্রথম ছ’মাস ‘প্রোবেশন’-এ রাখা হবে। নিযুক্তদের বেতনকাঠামো হবে মাসে ৪৮,৪৮০ থেকে ৮৫,৯২০ টাকা। এ ছাড়া অতিরিক্ত ভাতাও দেওয়া হবে।
আবেদনকারীদের বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিতদের ক্ষেত্রে ছাড় থাকবে। পাশাপাশি, তাঁদের যে কোনও বিষয়ে স্নাতক যোগ্যতা বা ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি থাকতে হবে। একইসঙ্গে স্বচ্ছন্দ হতে হবে আঞ্চলিক ভাষায়।
প্রার্থীদের এ জন্য ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্য ৭৫০ টাকা। তবে এ ক্ষেত্রে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণিভুক্তেরা। আগামী ১৮ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পর অনলাইন পরীক্ষা, স্ক্রিনিং টেস্ট, ইন্টারভিউ এবং আঞ্চলিক ভাষায় দক্ষতা পরীক্ষার মাধ্যমে অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে ব্যাঙ্কের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।