IRCON Recruitment 2026

রেল মন্ত্রক অধীনস্থ সংস্থায় কর্মী প্রয়োজন, কোন যোগ্যতা থাকলে আবেদন করা যাবে?

নিযুক্ত ব্যক্তির মাসিক বেতন হবে ৭০,০০০ থেকে ২,০০,০০০ টাকা। এ ছাড়া অতিরিক্ত ভাতাও দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১৪:২৪
Share:

ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড। ছবি: সংগৃহীত।

রেল মন্ত্রক অধীনস্থ সংস্থা ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড-এ কাজের সুযোগ। সংস্থার তরফে স্থায়ী পদে কর্মী নিয়োগ করা হবে। প্রার্থীদের অনলাইনে আবেদন জানাতে হবে।

Advertisement

সংস্থায় ডেপুটি জেনারেল ম্যানেজার, কোম্পানি অ্যাফেয়ার্স পদে নিয়োগ হবে। রয়েছে একটি শূন্যপদ। নয়া দিল্লিতে সংস্থার সদর দফতর হবে নিযুক্ত ব্যক্তির কর্মস্থল। তাঁর মাসিক বেতন হতে পারে ৭০,০০০ থেকে ২,০০,০০০ টাকা। এ ছাড়া অতিরিক্ত ভাতাও দেওয়া হবে।

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৪১ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। আবেদন জানানোর জন্য প্রার্থীদের ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ় অফ ইন্ডিয়া-র ফেলো বা অ্যাসোসিয়েট মেম্বার হতে হবে। পাশাপাশি ন’বছরের পেশাগত অভিজ্ঞতাও প্রয়োজন।

Advertisement

প্রার্থীদের এ জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র-সহ বাকি নথি পাঠাতে হবে। অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্য ১০০০ টাকা ধার্য করা হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এ বিষয়ে আরও জানতে আগ্রহীদের সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement