WB Govt Job Recruitment 2026

দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে কর্মীর খোঁজ, কত জন সুযোগ পাবেন?

পদের ভিত্তিতে নিযুক্তদের সর্বোচ্চ পারিশ্রমিক হবে মাসে ৪০,০০০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১৪:১৭
Share:

প্রতীকী চিত্র।

দক্ষিণ দিনাজপুর জেলায় কাজের সুযোগ। জেলায় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে। সমিতিতে নিযুক্তদের আয়ুষ বিভাগে নানা পদে কাজের দায়িত্ব পালন করতে হবে। এ জন্য আগামী ৩ ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

জেলায় আয়ুষ চিকিৎসক (হোমিয়োপ্যাথি, আয়ুর্বেদ), ফার্মাসিস্ট (হোমিয়োপ্যাথি, আয়ুর্বেদ), যোগ প্রশিক্ষক পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদের সংখ্যা ২৭। নিযুক্তদের আয়ুষ বিভাগে বিভিন্ন প্রকল্পে কাজ করতে হবে। পদের ভিত্তিতে নিযুক্তদের সর্বোচ্চ পারিশ্রমিক হবে মাসে ৪০,০০০ টাকা।

পদ অনুযায়ী, আবেদনকারীদের বয়সের ঊর্ধ্বসীমা স্থির করা হয়েছে ৪০ বা ৫০ বছর। সংরক্ষিতদের জন্য রয়েছে ছাড়। আয়ুষ চিকিৎসক পদে আবেদনের জন্য প্রার্থীদের আয়ুর্বেদে স্নাতক হতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।

Advertisement

প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র-সহ বাকি নথি জমা দিতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পর শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে বিভিন্ন পদে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement