IISER Kolkata Recruitment 2025

কৃষিবিজ্ঞানে উচ্চশিক্ষিত? কাজের সুযোগ পেতে পারেন কলকাতার গবেষণা সংস্থায়

এক বছরের চুক্তিতে কাজ করতে হবে নিযুক্ত ব্যক্তিকে। কাজের মেয়াদ অবশ্য পরে বৃদ্ধি করা হতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ১৫:১৭
Share:

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতা। ছবি: সংগৃহীত।

কৃষিবিজ্ঞানে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন? প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করবে কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের (আইআইএসইআর)। ওই কাজের জন্য এক জনকে নিয়োগ করা হবে।

Advertisement

তবে কৃষিবিজ্ঞান ছাড়াও যাঁরা ন্যাচরাল সায়েন্সেস, ভেটেরিনারি সায়েন্সেস বা মেডিসিন কিংবা সমতুল্য বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, তাঁরাও কাজের সুযোগ পেতে পারেন। তবে, প্রার্থীদের বায়োরেমিডেশন বিষয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।

আইআইএসইআর, কলকাতার ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ়-এর গবেষণা প্রকল্পে নিযুক্তকে কাজ করতে হবে। ওই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সিড ডিভিশনের তরফে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। নিযুক্তকে প্রতি মাসের পারিশ্রমিক ২০ হাজার টাকা দেওয়া হবে।

Advertisement

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এ জন্য আগ্রহীদের ১১ জুলাই আইআইএসইআর কলকাতার মোহনপুরের ক্যাম্পাসে উপস্থিত থাকা প্রয়োজন। এই বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট (www.iiserkol.ac.in) থেকে দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement