Durga Puja 2025 Horoscope

কারও ভাল কাটবে, তো কারও মন্দের ভাল! পুজোর আনন্দে উটকো ঝামেলা বাদ সাধবে না তো? রাশি মিলিয়ে দেখে নিন

সেপ্টেম্বর মাসে বেশ কয়েকটি গ্রহ ঘর পরিবর্তন করেছে। এর ফলে প্রায় প্রতিটি রাশির জীবনেই নানা দিক থেকে পরিবর্তন দেখা যাচ্ছে। পুজোর কয়েক দিন কোন রাশিকে কোন বিষয়ে সচেতন থাকতে হবে জেনে নিন।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪১
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

শারদীয়া দুর্গাপুজো শুরু হয়ে গিয়েছে। সকলেই কামনা করেন যে পুজোর কয়েকটা দিন যেন ভাল ভাবে, হেসে-খেলে কাটাতে পারেন। কিন্তু গোচরকালীন গ্রহের অবস্থানের কারণে বিভিন্ন রাশিকে বিভিন্ন বিষয়ে সমস্যা পোহাতে হয়। সেপ্টেম্বর মাসে বেশ কয়েকটি গ্রহ ঘর পরিবর্তন করেছে। এর ফলে প্রায় প্রতিটি রাশির জীবনেই নানা দিক থেকে পরিবর্তন দেখা যাচ্ছে। পুজোর কয়েক দিন কোন রাশিকে কোন বিষয়ে সচেতন থাকতে হবে জেনে নিন। এরই সঙ্গে জেনে নিন কোন রাশির পুজো কেমন কাটবে।

Advertisement

মেষ রাশি: পূজোর কয়েকটা দিন মেষ রাশির জন্য বেশ শুভ। সব দিক থেকে ভাল ফলই পাবেন। যদিও প্রথম দু’দিন মানসিক চাপ বা অশান্তি থাকবে। তবে পরবর্তী সময়ে চাপ থাকবে না।

বৃষ রাশি: বৃষ রাশির পুজোর দিনগুলি শুভ হলেও শারীরিক কিছু সমস্যা বিব্রত করতে পারে। তবে এতে পুজোর আনন্দে কোনও ঘাটতি হবে না। চিন্তার কোনও কারণ নেই।

Advertisement

মিথুন রাশি: সন্তানের কারণে মানসিক চাপ মিথুনের পুজোর আনন্দে ব্যাঘাত ঘটাতে পারে। এ ছাড়া আর কোনও সমস্যার আশঙ্কা দেখা যাচ্ছে না। সব মিলিয়ে পুজো আনন্দেই কাটবে।

কর্কট রাশি: পুজোর দিনগুলি কর্কট রাশির জাতক-জাতিকাদের মাথা ঠান্ডা রেখে চলতে হবে। না হলে বাড়িতে অশান্তি হতে পারে। সাংসারিক বিবাদ থেকে সাবধান থাকুন তা হলেই পুজো ভাল কাটবে।

সিংহ রাশি: সিংহ রাশির ব্যক্তিরা পুজোর দিনগুলি ভাই-বোনের সঙ্গে অশান্তি-বিবাদ থেকে সাবধানে থাকুন। না হলে পুজোর আনন্দ মাটি হতে পারে।

কন্যা রাশি: স্ত্রীর শরীরের সমস্যা এবং প্রতিবেশীর সঙ্গে অশান্তির আশঙ্কা দেখা যাচ্ছে। এই দুই কারণে পুজোর পাঁচ দিন একটু টালমাটাল কাটতে পারে বলে মনে করা হচ্ছে। সতর্ক থাকা বাঞ্ছনীয়।

তুলা রাশি: তুলা রাশির ব্যক্তিরা পুজোর সময় অকারণে মাথা গরম করবেন না, মাথা ঠান্ডা রাখুন। না হলে পুজোর মজা মাটি হয়ে যাবে। উটকো ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা যাচ্ছে।

বৃশ্চিক রাশি: পুজোর সময় সন্তানের কারণে বৃশ্চিক রাশির ব্যক্তিদের বাড়িতে অশান্তির আশঙ্কা দেখা যাচ্ছে। যথাসম্ভব মানিয়ে চলার চেষ্টা করুন। তা হলে আর সমস্যা হবে না, পুজো আনন্দে কেটে যাবে।

ধনু রাশি: ধনু রাশির পুজো খুবই ভাল কাটবে। পুজোর দিনগুলিতে তেমন একটা সমস্যার কিছু দেখা যাচ্ছে না।

মকর রাশি: প্রতিবেশী এবং ভাই-বোনের সঙ্গে মকর রাশির জাতক-জাতিকারা বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন। মাথা ঠান্ডা রেখে চলুন।

কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতকদের স্ত্রীর শরীর নিয়ে একটু হয়রানি পোহাতে হতে পারে। প্রতিবেশীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়া থেকে সাবধানে থাকুন।

মীন রাশি: পুজোর সময় মীন রাশিকে শারীরিক সমস্যা বিব্রত করতে পারে। বিপরীত লিঙ্গের শত্রুর থেকে সচেতন থাকুন।

জন্মকালীন গ্রহের অবস্থানের কারণে ফলের পরিবর্তন ঘটতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement