—প্রতীকী ছবি।
শ্রাবণ প্রায় শেষের পথে। বাকি আর একটি সোমবার। পবিত্র এই মাস জুড়ে অনেক শিবভক্তই তাঁদের প্রভুর উপাসনা করেছেন। ভোলেবাবা তাঁর ভক্তদের মনের বাসনা পূরণ করবেন এই আশা নিয়ে। মহাদেবকে তুষ্ট করা কোনও কঠিন বিষয় নয়। তিনি অল্পেই খুশি হন, তাঁর উপাসকদের দু’হাত খুলে আশীর্বাদ করেন। শ্রাবণের শেষ সোমবার পালনের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিন বিশেষ কয়েকটি জিনিস মহাদেবকে নিবেদন করলে ভাগ্যে সুখের অন্ত থাকে না।
শ্রাবণের শেষ সোমবার কোন কোন জিনিস মহাদেবকে নিবেদন করা আবশ্যক?
দুধ ও গঙ্গাজল: মনের বাসনা অনুযায়ী অনেকে বিভিন্ন জিনিস দিয়ে শিবের অভিষেক করে থাকেন। কিন্তু শ্রাবণের শেষ সোমবার শিবের মাথায় আর যা-ই ঢালুন না কেন, তার সঙ্গে দুধ মেশানো আবশ্যক। দুধ ঢালার পর শিবলিঙ্গটিকে গঙ্গাজল দিয়ে ধুয়ে দিতে হবে।
বেলপাতা: বেলপাতা মহাদেবের অত্যন্ত প্রিয় একটি জিনিস। শ্রাবণের শেষ সোমবার মহাদেবকে বেলপাতা অর্পণ করার কথা ভুলে গেলে চলবে না। এতে তিনি আপনার উপর রুষ্ট হতে পারেন। বেলপাতা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে সেটিতে যেন কোনও ছিদ্র বা দাগ না থাকে। একটা ডাঁটিতে তিনটে পাতা রয়েছে এমন বেলপাতাই মহাদেবের মাথায় দিতে হবে।
ধুতরা ও আকন্দ ফুল: আমরা প্রায় সকলেই জানি যে ধুতরা ও আকন্দ ফুল ভোলেবাবার অতি পছন্দের জিনিস। অন্যান্য ফুল দেন বা না দেন, শ্রাবণের শেষ সোমবারে বাবাকে এই দুটো ফুল অবশ্যই দিতে হবে। এতে তিনি প্রসন্ন হবেন।
পঞ্চামৃত: অন্যান্য ফলমূল, যেমন কলা, নারকেল প্রভৃতির সঙ্গে এই দিন বাবার সামনে পঞ্চামৃত বানিয়ে নিবেদন করতে হবে। জল ঢালার পর সেই পঞ্চামৃত মুখে দিয়ে তার পর অন্যান্য খাবার গ্রহণ করতে পারলে ভাল হয়। এরই সঙ্গে পছন্দমতো মিষ্টিও ভোগ হিসাবে দিতে পারেন।