Advertisement
৩০ এপ্রিল ২০২৪

হাতের নাগালে প্লুটো!

ন’বছরের প্রতীক্ষা শেষ। মহাকাশযান নিউ হরাইজনস মঙ্গলবার সন্ধ্যায় ঘণ্টায় ৪৫,০০০ কিলোমিটার বেগে উড়ে গেল প্লুটোর ১২,৫০০ কিলোমিটার দূর দিয়ে। তার পরে বার্তা পাঠাল, বেশ চনমনে আছে সে। স্বভাবতই উল্লসিত মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র বিজ্ঞানীরা।

প্লুটো এবং তার চাঁদ শ্যারন।

প্লুটো এবং তার চাঁদ শ্যারন।

শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৫ ১৪:১৪
Share: Save:

ন’বছরের প্রতীক্ষা শেষ। মহাকাশযান নিউ হরাইজনস মঙ্গলবার সন্ধ্যায় ঘণ্টায় ৪৫,০০০ কিলোমিটার বেগে উড়ে গেল প্লুটোর ১২,৫০০ কিলোমিটার দূর দিয়ে। তার পরে বার্তা পাঠাল, বেশ চনমনে আছে সে। স্বভাবতই উল্লসিত মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র বিজ্ঞানীরা। প্লুটো-কে অতিক্রম করার আগে মহাকাশযানের নানা যন্ত্র জরিপ করতে শুরু করেছিল সৌরমণ্ডলের শেষ সদস্যকে। তুলে ছিল বেশ কিছু ছবিও। সেই সব ছবি পাঠিয়েও দিয়েছে সে। নিউ হরাইজনস-এর পাঠানো ছবিতে দেখা যাচ্ছে প্লুটোর গায়ে লাল-লাল দাগ। অনেকটা মঙ্গলগ্রহকে যেমন দেখায়। ওই দাগ ছাড়াও প্লুটোর গায়ে দেখা যাচ্ছে উপত্যকা, পাহাড় কিংবা খাদ। প্লুটোর সবচেয়ে কাছ থেকে তোলা ছবি অবশ্য এখনও পৌঁছয়নি বিজ্ঞানীদের হাতে। অধীর অপেক্ষা চলছে। ছবি: গেটি ইমেজেস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

picture gallery pluto sun nasa new horizons
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE