দুধ ভাত রেসিপি

নামটা দুধ ভাত হলেও ব্যাপারটা কিন্তু মোটেও সহজ কিছু নয়। নারকেল দুধে তৈরি এক সুস্বাদু খাবার দুধ ভাত। শিখে নিন সেই রেসিপি।

Advertisement

রেশমী প্রামাণিক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৭ ১৪:৩২
Share:

ছবি: সংগৃহীত।

নামটা দুধ ভাত হলেও ব্যাপারটা কিন্তু মোটেও সহজ কিছু নয়। নারকেল দুধে তৈরি এক সুস্বাদু খাবার দুধ ভাত। শিখে নিন সেই রেসিপি।

Advertisement

কী কী লাগবে

ফ্রেশ নারকেলের দুধ: ২ কাপ

Advertisement

দেরাদুন চাল: ১০০ গ্রাম

ঘি: ২ চামচ দা

দারচিনি গুঁড়ো: ১/২ চামচ

ভাজা পেঁয়াজ: ১ কাপ

ঘিয়ে ভাজা শুকনো লঙ্কা

সামান্য সর্ষে ভাজা

কী ভাবে বানাবেন

চাল ভাল ভাবে ধুয়ে নিয়ে ভাত বানাতে হবে। কম আঁচে ভাত বসিয়ে তাতে একে একে ২ কাপ নারকেলের দুধ, ২ চামচ ঘি, দারচিনি গুঁড়ো আর ভাজা পেঁয়াজ ছড়িয়ে ঢাকা দিতে হবে (৫ থেকে ৭ মিনিট)। চাইলে আটা দিয়ে ডেকচির মুখ আটকে দিন। উপর থেকে শুকনো লঙ্কা আর সর্ষে ছড়িয়ে পরিবেশন করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন