মেটে চচ্চড়ির রেসিপি

সুস্থ থাকতে ও হার্টের স্বাস্থ্য ভাল রাখার জন্য রেড মিট যতটা ক্ষতিকারক, ততটাই উপকারি মেটে। হজম করা যেমন সহজ, তেমনই পুষ্টিকর। শিখে নিন মেটে চচ্চড়ির রেসিপি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৮ ১৫:৩৫
Share:

ছবি সৌজন্যে: পৌলমী মল্লিক কুণ্ডু।

সুস্থ থাকতে ও হার্টের স্বাস্থ্য ভাল রাখার জন্য রেড মিট যতটা ক্ষতিকারক, ততটাই উপকারি মেটে। হজম করা যেমন সহজ, তেমনই পুষ্টিকর। শিখে নিন মেটে চচ্চড়ির রেসিপি।

Advertisement

কী কী লাগবে

পাঁঠার মেটে: ১ কেজি (ছোট টুকরোয় কাটা)

Advertisement

আলু: ২টো ছোট (খোসা ছাড়িয়ে অর্ধেক করে কাটা)

পেঁয়াজ: ৩টে মাঝারি (স্লাইস করা)

কাঁচা লঙ্কা: ২টো (কুচনো)

রসুন: ৪-৬ কোয়া (বাটা)

আদা: ২ ইঞ্চি স্টিক (বাটা)

হলুদ গুঁড়ো: ২ চা চামচ

লাল লঙ্কা গুঁড়ো: ২ চা চামচ

গরম মশলা গুঁড়ো: আড়াই চামচ

জায়ফল গুঁড়ো: আধ চা চামচ

গোলমরিচ গুঁড়ো: ২ চা চামচ

ছোট এলাচ: ৪টে

বড় এলাচ: ১টা

লবঙ্গ: ৪-৫টা

দারচিনি: ২ ইঞ্চি

তেজপাতা: ২টো বড়

গোটা জিরে: ১ চা চামচ

সর্ষের তেল: ৩-৪ টেবল চামচ

নুন: স্বাদ মতো

কী ভাবে বানাবেন

একটা প্যানে তেল গরম করে আলু সোনালি করে ভেজে তুলে রাখুন। ওই তেলেই ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দিন। সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে ট্রান্সপারেন্ট করে ভেজে নিন। আদা-রসুন বাটা দিয়ে নাড়তে থাকুন যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এ বার মেটে দিয়ে দিন।

৩-৪ মিনিট নে়ড়ে যখন মেটে রং বদলাতে থাকবে হলুদ, লঙ্কা ও জায়ফল গুঁড়ো দিন। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিন। মশলা ভাল করে মিশে গেলে জল ও আলু দিয়ে চাপা দিন। যতক্ষণ না মেটে সিদ্ধ হয়ে নরম হচ্ছে। পরিমাণ মতো জল দেবেন যাতে মেটে ভাল করে সিদ্ধ হতে পারে।

জল টেনে আসা পর্যন্ত ফোটাতে থাকুন। যদি প্রেশার কুকারে রান্না করেন তা হলে ৩টে হুইসিল ওঠা পর্যন্ত রান্না করবেন। তারপর আঁচ বন্ধ করে নিজে থেকেই স্টিম বেরিয়ে যেতে দিন। ঢাকনা খুলে নুন দিয়ে ভাল করে মিশিয়ে নিন। সব শেষে ওপরে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement