ছবি: সংগৃহীত।
ভরা বাজারে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন এক তরুণ-তরুণী। চলল যথেচ্ছ চড়, থাপ্পড়, ঘুষিও। তাঁদের থামাতে আসরে নামলেন অন্য পথচারীরা। কেউই পিছু হটতে রাজি নন। বেশ কয়েক মিনিট ধরে চলে মারপিট। সেই চুলোচুলির ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োটি কবে বা কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে সেই তথ্য নিশ্চিত ভাবে জানা যায়নি। এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে ব্যস্ত রাস্তায় হঠাৎ করেই বাগ্বিতণ্ডা শুরু হয়েছে এক তরুণ ও তরুণীর মধ্যে। তরুণী প্রথমে যুবকের গেঞ্জির কলার ও হাত ধরে কিছু বলতে থাকেন। বাগ্যুদ্ধ চলাকালীনই তরুণী কলার ধরে তরুণের মুখে ঘুষি চালিয়ে দেন। তার পরে আর হাত গুটিয়ে বসে থাকেননি তরুণ। তিনি সজোরে চড় মারেন তরুণীকে। ‘শুম্ভ-নিশুম্ভে’র লড়াই দেখে হতচকিত হয়ে পড়েন পথচলতি জনতা। ভিডিয়োয় দেখা যায় প্রথমে দু’-তিন জন তরুণী দু’জনকে নিরস্ত করার জন্য অনুরোধ করছেন। সেই অনুরোধে কান দেননি কোনও পক্ষই। সমানতালে মারামারি করতে থাকেন তাঁরা। এর পর দুই তরুণ এসে মারামারিতে জড়িয়ে পড়া যুবককে পরামর্শ দিতে থাকেন। তাঁদের হস্তক্ষেপে তরুণ শান্ত হয়ে গেলেও তরুণী তখনও যুবকের কলার ধরে তাঁর মাথায় সজোরে আঘাত করতে থাকেন।
‘ঘর কা কলেশ’ নামের এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করার পর অনলাইনে তা ঝড় তুলেছে। প্রচুর মানুষ ভিডিয়োয় প্রতিক্রিয়া জানিয়েছেন। ভিডিয়োটি দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। নেটাগরিকদের অনেকে তরুণের আচরণের জন্য পুলিশে অভিযোগ দায়ের করার কথা জানিয়েছেন। আবার নেটাগরিকদের একাংশের দাবি, তরুণের গায়ে প্রথমে তরুণীই হাত তুলেছেন। এক জন নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘যাঁরা লিঙ্গসমতার দাবি তোলেন, তাঁদের এই ঘটনার পর কী মত?’’ আর এক জন ব্যঙ্গ করে মন্তব্য করেছেন, ‘‘নারীর ক্ষমতায়ন চরমে পৌঁছেছে।’’ ভিডিয়োটি এখনও পর্যন্ত কয়েক হাজার বার দেখা হয়েছে । দেড় হাজারের বেশি মানুষ এতে লাইক করেছেন।